এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তান কে হারিয়ে এবারের এশিয়া কাপ অভিযান শুরু করেছে ভারতীয় দল। আর পাকিস্তানকে হারানোর পেছনে বড় অবদান অর্থাৎ ভারতের জয়ের নায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। তবে তার সঙ্গে এই যুদ্ধের অন্যতম নায়ক ছিলেন রবীন্দ্র জাদেজাও।
এই ম্যাচে ৩৫ রানের গুরুত্বপূর্ণ এবং কার্যকর ইনিংস খেলেব রবীন্দ্র জাদেজা। যা হার্দিক পান্ডিয়ার কে নিজের মতো খেলার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করেছিল এবং জাদেজার এই ৩৫ রান ভারতের জয়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল।
এই ম্যাচে জাদেজাকে সূর্য কুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার আগে অর্থাৎ চার নম্বরে নামিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত অনেকেই ই বুঝতে পারেনি। এই বিষয়ে প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর বলেন, “এটি একটি দারুন সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের। এটা কখনই হঠাৎ করে হতে পারে না। জাদেজাকে চার নম্বরের নামানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের অনেক আগে থেকেই ছিল।”