দক্ষিণ আফ্রিকা লিগে পাঁচজন ক্রিকেটারকে সই করাল কলকাতার শিল্পপতির ডারবান ফ্র্যাঞ্চাইজি

এই মুহূর্তে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলেছে। টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তাকে সারা বিশ্বজুড়ে বৃদ্ধি করার পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে আইপিএলের। এবার আইপিএলের ধাঁচেই টি-টোয়েন্টি প্রতিযোগিতা শুরু করতে চলেছে দক্ষিণ আফ্রিকা।

ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা প্রিমিয়ার লিগে দল কিনে ফেলেছে কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সংস্থা ডারবান ফ্র্যাঞ্চাইজির দল গোছানোর কাজ শুরু করে দিল। প্রথম দফায় পাঁচ জন ক্রিকেটারকে সই করানোর কথা জানানো হল।

দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক-ব্যাটার কুইন্টন ডি’কক, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার, কাইল মেয়ার্স, ইংল্যান্ডের রিসি টপলির সঙ্গে চুক্তি করল। চুক্তি করা হয়েছে দক্ষিণ আফ্রিকার হয়ে এখনও অভিষেক না হওয়া তরুণ ক্রিকেটার প্রনেলান সুব্রায়েনের সঙ্গেও।

Avatar

Koushik Dutta

X