Arijit

ম্যাচ জিতেও বিরাট শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন, দিতে হবে ১২ লক্ষ টাকা জরিমানা

মঙ্গলবার আইপিএলের দ্বিতীয় পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়েলস এবং পাঞ্জাব কিংস। এই ম্যাচে হারের মুখ থেকে জয় ছিনিয়ে আনে রাজস্থান রয়েলস। শেষ ওভারের টানটান উত্তেজনায় পাঞ্জাব কিংসকে দু-রানে হারিয়ে জয় তুলে নেয় রাজস্থান রয়েলস। তবে দল জিতলেও আইপিএলের দ্বিতীয় পর্বের শুরুটা একদমই ভালো হল না রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনের।

   

পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে ব্যাট হাতে সফল না হলেও দুর্দান্ত অধিনায়কত্ব করে দলকে জিতিয়েছেন সঞ্জু স্যামসন। তবে ম্যাচ শেষে খারাপ খবর আসে সঞ্জুর জন্য। নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচ শেষ করতে না পারায় সঞ্জু স্যামসনকে 12 লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ।

আইপিএলের নিয়ম অনুযায়ী প্রত্যেক দলকে 90 মিনিটের মধ্যে নির্ধারিত 20 ওভার সম্পন্ন করতে হবে। এর মধ্যে থাকবে আড়াই মিনিট করে 5 মিনিটের দুটি টাইম আউট। এইদিন নির্ধারিত 90 মিনিটের মধ্যে ম্যাচ শেষ করতে পারেনি রাজস্থান রয়েলস। যার কারণে অধিনায়ক সঞ্জু স্যামসনকে 12 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।