আর শুধু শান্তিনিকেতন নয়, ঘুরে আসুন ইতিহাসে মোড়া এই ভৌতিক রাজবাড়ী থেকে

নিউজশর্ট ডেস্কঃ হাতে অল্প কয়েকদিনের ছুটি থাকলে ঘুরতে(Travel) যাওয়ার জন্য মন আনচান করে প্রত্যেক বাঙালির। প্রায় প্রতিদিন অফিসের ব্যস্ততা, শহরের যানজট, কোলাহল এড়িয়ে একটু ফাঁকা নিরিবিলিতে সময় কাটাতে ভালোবাসেন সকলে। হাতে দু’একদিনের ছুটি থাকলেই কাছে পিঠে ঘুরতে বেরিয়ে পড়েন পর্যটকেরা। বারবার সেই এক দীঘা আর মন্দারমনি যেতে যেতে বোর হয়ে গিয়েছেন অনেকেই,তাই নিত্যনতুন জায়গার সন্ধান করেন তারা।

অনেকেই আছে যারা রবি ঠাকুরের টানে শান্তিনিকেতনেও(Santiniketan) বেরিয়ে আসেন। সেখানে সোনাঝুরির হাট, শিল্পী গ্রাম, কঙ্কালীতলা মন্দির এইসব দেখার জন্য বাঙালিরা ভিড় করে বোলপুরে। তবে এগুলো ছাড়াও বোলপুরে এমন একটি জায়গা রয়েছে যেটার কেন্দ্রে জড়িয়ে আছে ইতিহাস। ইতিহাসের সঙ্গেই রয়েছে ভৌতিক কাহিনী।

বোলপুরের ইলামবাজারের কাছে আছে রাইপুর গ্রাম। এখানে সবথেকে আকর্ষণীয় জায়গা হল রাইপুর রাজবাড়ি। এবার শান্তিনিকেতনে গেলে এই নতুন জায়গা অবশ্যই ঘুরে দেখে আসতে পারেন। অজয় নদীর তীরে আদমপুর বলে একটি গ্রাম ছিল. বন্যার সময়ে সেই পুরো গ্রাম ভেসে যায়। আর আদমপুর এর উত্তর দিকে একটি নতুন বসতি গড়ে ওঠে। সেখানে রায়চৌধুরীরা ছিল তৎকালীন জমিদার। আর তাদের নাম অনুসারে সেই গ্রামের নাম হয় রায়পুর বা রাইপুর।

এই রায়পুরের সিংহ পরিবারের বাড়ি এখন রায়পুর রাজবাড়ী নামে পরিচিত। এই রাজবাড়ীকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস। সে সময় ব্রিটিশ শাসিত বাংলায় যেসব জমিদার পরিবার বিশেষ খ্যাতি অর্জন করেছিল তাদের মধ্যে অন্যতম ছিল রাইপুরের সিংহ পরিবার। প্রায় ৩০০ বছরের পুরনো ইতিহাসকে সম্বল করে দাঁড়িয়ে রয়েছে এই রাজবাড়ী। যদিও এখন রক্ষণাবেক্ষণের অভাবে অবস্থা খুব শোচনীয়। এছাড়া গ্রামের লোকেরা এই বাড়িতে নিয়ে বহু ভৌতিক গল্প প্রকাশ করেছে।

স্থানীয় মানুষের মুখে এই বাড়ির সম্পর্কে নানা রকমের ভৌতিক কান্ড কারখানার কথা শোনা যায়। তাই জন্য শনিবার এই রায়পুর রাজবাড়ী প্রবেশ প্রবল নিষেধাজ্ঞা রয়েছে। এবার শান্তিনিকেতন গেলে একবার অবশ্যই ঢু মেরে আসতে পারেন রায়পুর রাজবাড়িতে।

Avatar

Papiya Paul

X