সইফ কন্যা সারা আলি খান তাঁর আপকামিং ছবি আতরঙ্গি রে-র প্রচার নিয়ে খুব ব্যস্ত। কয়েকদিন আগেই ছবির পরিচালক ও অক্ষয় কুমারকে নিয়ে কপিল শর্মা শো-তে এসেছিলেন অভিনেত্রী। এবার কফি শটস উইথ করণ এই নতুন শো-তে গিয়েছিলেন তিনি। এই শোটি কফি উইথ করণ-র অনুকরণে করা হয়েছে। যা ডিজনি হটস্টার-এ দেখা যাবে।
এই অনুষ্ঠানে এসে সারা জানিয়েছেন, তাঁর স্বয়ম্বর হলে বলিউডের কোন চার পুরুষকে তিনি রাখতে চান। এই নতুন শোয়ের একটি প্রোমো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, করণ সারাকে জিজ্ঞাসা করেন, কোন চার বলিউড অভিনেতাকে তিনি নিজের স্বয়ম্বর সভাতে দেখতে চান।
এই উত্তরে সারা বলেন, “রণবীর সিং, বিজয় দেবেড়কোন্ডা, ভিকি কৌশল এবং বরুণ ধাওয়ান।” এই উত্তর শুনে করণ পাল্টা বলেছেন, “এঁদের সবার বউরা কিন্তু এটি দেখছেন।” এরপরে সারা আবার পাল্টা জানায়, “আশা করছি এই স্বামীরাও দেখছেন।” এই শো-তে সারার সঙ্গে এসেছিলেন ধানুষ। অতরঙ্গী রে এই ছবিতে দেখা যাবে অক্ষয় কুমার ও ধানুষকে। এই ছবিটিতে দুই অভিনেতার প্রেমেই পড়বেন সারা। ছবির পরিচালক আনন্দ এল রাই।
View this post on Instagram
আগামী ২৪ ডিসেম্বর ডিজনি হটস্টার-এ দেখা যাবে এই ছবি। সোশ্যাল মিডিয়াতেও ভীষণ জনপ্রিয় সইফ কন্যা। ইনস্টাগ্রামে ফ্যান ফলোয়িংয়ের সংখ্যাও প্রচুর। প্রায় নিজের নানা মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।