দীর্ঘ ৭ মাসের পথ চলা শেষ সারেগামাপা-র(Saregamapa)। সকলকে পেছনে ফেলে জয় ছিনিয়ে নিলেন পদ্মপলাশ হালদার(Padmapolas Haldar) এবং অস্মিতা কর(Asmita Kar)। দ্বিতীয় স্থানে উঠে এল অ্যালবার্ট কাবো-র নাম। তৃতীয় স্থানে রইলেন সোনিয়া গজমে। ২০২২ সালের জুন মাস থেকে শুরু হয়েছিল এই রিয়েলিটি শো। বিচারকের আসনে বসেছিলেন শান্তুনু মৈত্র, রিচা শর্মা এবং শ্রীকান্ত আচার্য্য।
এছাড়াও ইমন চক্রবর্তী,রাঘব চট্টোপাধ্যায়, জোজো, রাঘব চট্টোপাধ্যায়,রাথিজিৎ ভট্টাচার্য সহ একঝাঁক সংগীতশিল্পীকে দেখা গেছে বিচারকের আসনে। সঞ্চালনার দায়িত্ব সামলেছেন আবির চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের গ্রান্ড ফিনালে অর্থাৎ ৫ ফেব্রুয়ারি বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত হয়েছিলেন কুমার শানু এবং সোনু নিগম।
রবিবার সন্ধ্যায় জমজমাট ভাবে শুরু হয় এই অনুষ্ঠান। শেষ হয় রাত সাড়ে এগারোটা নাগাদ। দর্শকদের মনোরঞ্জন দিতে একের পর এক গান শোনা যায় কুমার শানুর কণ্ঠে। মঞ্চে গান গাইলেন বিশেষ অতিথি সোনু নিগমও। এমনকি যুগলবন্দী গাইতেও শোনা যায় তাঁদের। এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন সারেগামাপার প্রাক্তন কলাকুশলীরা।
বিচারকদের বিচারে এই রিয়েলিটি শোতে জয়লাভ করেন পদ্মপলাশ হালদার এবং অস্মিতা কর। যদিও তাঁদের এই সিদ্ধান্তে মোটেই খুশি নন দর্শকবৃন্দ। কেন পদ্মপলাশ-কে বিজয়ী করা হল সেই প্রশ্নই তুলেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় উঠল নিন্দার ঝড়। অনেকেই দাবি তুললেন এই রিয়েলিটি শো বয়কটের।
নেটিজেনদের একটা বড় অংশের আবার প্রশ্ন পদ্মপলাশ জিতেছে ঠিক আছে কিন্তু অস্মিতাকে কেন দেওয়া হল প্রথম স্থান। এই জায়গা নিঃসন্দেহে পাওয়া উচিত ছিল অ্যালবার্ট কাবো-র। এমনটাই মনে করছেন হাজারো দর্শক। অনেকেরই দাবি এই রিয়েলিটি শো-য়ের মঞ্চে চলে রাজনীতি সে কথাই আরও একবার প্রমান হয়ে গেল।