প্রতি লিটার পেট্রোলে বাঁচবে ২০ টাকা, ৬ মাসের মধ্যেই নতুন নিয়ম লাগু কেন্দ্রের

প্রতিদিন যে হারে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়ে চলেছে, সেখানে সাধারণ মানুষ এবং নিম্নবিত্ত মানুষের হাল বেহাল হয়ে যাচ্ছে। শুধুমাত্র সাধারন মানুষ নয়, এই পরিস্থিতির শিকার হয়েছে কেন্দ্রও। পেট্রোল-ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত ইতিমধ্যে না নেওয়া হলেও সাধারণ মানুষের সুবিধার্থে বড়োসড়ো সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র, যার ফলে আমজনতা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে।

কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, আগামী ৬ মাসের মধ্যেই সমস্ত নতুন গাড়িতে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন বাধ্যতামূলক করার জন্য সিদ্ধান্ত নেবে কেন্দ্র। এই ইঞ্জিন শুধুমাত্র পেট্রোল-ডিজেল নয়,ইথানল, সিএনজি, বিদ্যুৎকে ও জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারে। তাই পেট্রোল-ডিজেলের সঙ্গে ইথানল যদি ব্যবহার করা যায় তাহলে প্রতি লিটারে কুড়ি টাকা মত সাশ্রয় করতে পারবে আমজনতা।

এই প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী ৬ মাসের মধ্যেই এই নতুন নিয়ম লাগু করার চিন্তা ভাবনা করছে কেন্দ্র। প্রত্যেক অটোমোবাইল কোম্পানিগুলোকে অনুরোধ করা হবে যেন তারা ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন ব্যবহার করেন। এই মুহূর্তে ইথানলের দাম প্রতি লিটার ৬৫ – ৭০ টাকা, যা পেট্রোল এবং ডিজেলের তুলনায় অনেকটাই সস্তা। তাই এই নিয়ম যদি লাগু করা যায় তাহলে আমজনতার পকেট কিছুটা হলেও ভারী হবে।

আগামী দিনে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবে কেন্দ্র সরকার। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জারি করা হবে নির্দেশিকা। শুধুমাত্র টাকা সাশ্রয় হবে তা নয়, ইথানল ব্যবহার করলে পেট্রোলের তুলনায় অনেকটাই দূষণ কম হবে বলে মনে করছে কেন্দ্র।

Papiya Paul

X