নিউজশর্ট ডেস্কঃ শুধুমাত্র অর্থ উপার্জন করলেই চলবে না। উপার্জিত অর্থ থেকে কিছু টাকা সঞ্চয় করা একান্ত প্রয়োজন। এই সঞ্চয়ের অর্থই পরবর্তীকালে আপনার জীবনে কাজে লাগবে। এখন মানুষজন অর্থ বিনিয়োগ এবং সঞ্চয়ের ক্ষেত্রে সবথেকে বেশি ভরসা করে থাকে ব্যাংক(Bank) এবং পোস্ট অফিসের(Post Office) ওপর। ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট-এর(Savings Account) মাধ্যমেও প্রচুর টাকা সঞ্চয় করা হয়।
সেভিংস অ্যাকাউন্টে কোন কোন মানুষের যেমন একটি অ্যাকাউন্ট থাকে। কারোর আবার একের বেশি অ্যাকাউন্ট রয়েছে। এই প্রতিবেদনে সেভিংস একাউন্ট সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানাবো যা জানা ভীষণ প্রয়োজন।
১) ৫০ হাজার টাকার বেশি অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক: ব্যাংকে একদিনে ৫০ হাজার টাকার বেশি ডিপোজিট করতে গেলেই আপনাকে প্যান কার্ড জমা করতে হবে। আগে যত খুশি টাকা জমা করা যেত। কিন্তু এখন কালো বাজারে রুখতে এই নতুন নিয়ম চালু করা হয়েছে। আপনার কাছে প্যান কার্ড না থাকলে আপনি আধার কার্ড দিয়েও টাকা জমা করতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন যে একটি আর্থিকবর্ষে যদি কোন গ্রাহক ২০ লক্ষ টাকা কিংবা তার বেশি অর্থ ব্যাংকে ডিপোজিট করে থাকেন তাহলে ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দ্বারা ট্র্যাক করা হয়।
আরও পড়ুন: PPF: অল্প বিনিয়োগে মোটা সুদ! কর লাগবে না এক টাকাও, PPF নিয়ে বড়োসড়ো ঘোষণা কেন্দ্রের
৩) ইন অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট: অনেক মানুষই আছেন যাদের একের বেশি ব্যাংক একাউন্ট রয়েছে। তারা সঠিক সময়ে ব্যাংক একাউন্টগুলো চালু রাখতে না পারার জন্য সেগুলো ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে থাকে। ভারতে এখন প্রায় ৯ কোটি মানুষের ব্যাংক একাউন্ট ইন একটিভ রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এক্ষেত্রে আরবিআই সম্প্রতি প্রত্যেক ব্যাংকে নির্দেশ দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই সমস্ত ইনঅ্যাকটিভ ব্যাংক অ্যাকাউন্টগুলোর ডিটেলস দিয়ে রাখতে। যাতে সেখান থেকে মানুষ সহজে বুঝতে পারেন তার কোন অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ আছে কিনা।
৪) ডেবিট কার্ডে ইন্সুরেন্স সুবিধা: ব্যাংকের বহু গ্রাহক রয়েছেন যারা ফ্রি ডেবিট কার্ড পেয়ে থাকেন। এই ডেবিট কার্ড টাকা তুলতেই কাজে লাগে। তবে অনেকেই জানেন না ব্যাংক থেকে এই ফি ডেবিট কার্ডের ওপর একাধিক ইন্সুরেন্স-এর সুবিধাও থাকে। কোন কোন ব্যাংক ডেবিট কার্ডের ওপর ২ লক্ষ টাকা পর্যন্ত এক্সিডেন্ট ইন্সুরেন্স দিয়ে থাকে। এমন কি কোন কমার্শিয়াল ব্যাংকে একাউন্ট খুললে ৫ লক্ষ টাকা পর্যন্ত ইন্সুরেন্স দিয়ে থাকে আরবিআই। এর পাশাপাশি ব্যাংক প্রদত্ত এই ফি ডেবিট কার্ড ব্যবহার করে আপনি রেওয়ার্ড পেয়ে যেতে পারেন।