Mukesh Ambani

Mukesh Ambani: আম্বানি-আদানিকে টপকে পেলেন দেশের ধনীতম মহিলার তকমা! তার পরিচয় কি জানেন?

নিউজশর্ট ডেস্কঃ মুকেশ আম্বানি(Mukesh Ambani) হোক কিংবা গৌতম আদানি(Gautam Adani), এই মুহূর্তে তার কাছে কিছুই নয়। সকলকে টপকে ভারতের সবথেকে ধনী(Richest Woman In India) নারী তিনি। বর্তমানে দেশের পঞ্চম ধনী ব্যক্তি তিনি। তার সম্পদের পরিমান অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। তার সম্পদের পরিমান ৯.৬ বিলিয়ন বৃদ্ধি পেয়েছে। এই নারীর পরিচয় জানলে অবাক হবেন। চলুন তাহলে এবার তার সম্পর্কে আজকের এই প্রতিবেদনে আলোচনা করা যাক।

ইনি হলেন সাবিত্রী জিন্দল(Savitri Jindal)। তার স্বামী ছিলেন ওপি জিন্দাল। স্বামীর মৃত্যুর পর তার জিন্দাল গ্রুপের হাল ধরেছিলেন তিনি। এখন জিন্দাল গ্রূপের মালিক ৭৩ বছর বয়সী এই মহিলা। JSW Steel, Jindal Steel and Power, JSW Energy, JSW Saw, Jindal Stainless Steel, JSW Holdings সবকিছু মিলিয়ে তার সম্পদের পরিমান ২৫ বিলিয়ন মার্কিন ডলার। ব্লুমবার্গ বিলিয়োনারিজ ইনডেক্স অনুসারে এই তালিকা প্রকাশিত হয়েছে।

এরপর দ্বিতীয় স্থানে আছেন এইচসিএলের শিব নাদর। তাঁর সম্পদ বৃদ্ধির পরিমাণ ৮ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া আর যাদের যাদের সম্পদ বৃদ্ধি হয়েছে, তারা হলেন কুমার মঙ্গলম বিড়লা, শাপুর মিস্ত্রি ৬.৩ বিলিয়ন করে সম্পদ বৃদ্ধি হয়েছে। এছাড়া দিলীপ সাংভি, রবি জয়পুরিয়া, এমপি লোধা, সুনীল মিত্তল এদের সম্পদ বেশ অনেকটা বেড়েছে।

আরও পড়ুন:Digha: আর শুধু দীঘা-দার্জিলিং-এ নয়, এবার দক্ষিণবঙ্গের এই জায়গাতেও পেয়ে যাবেন রোপওয়ে!

এর পাশাপাশি দু’দিন আগেই ৮০ বছর বয়সে বিলিয়নিয়ার ক্লাবে ঢুকে পড়েন শিল্পপতি ললিত খৈতান। তিনি একটি লোকসানে চলা মদের কোম্পানি কিনে বিশাল সম্পত্তির মালিক হয়েছেন। এছাড়া তাঁর সংস্থার নিজস্ব ব্র্যান্ডের মদ রয়েছে। ফোর্বসের তথ্য অনুসারে, ললিতের সম্পত্তির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে এক বিলিয়ান ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে 8 হাজার কোটি টাকার মতো।

Papiya Paul

X