নিউজশর্ট ডেস্কঃ দেশের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে(State Bank Of India) গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি। এই ব্যাংক গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য নিত্যনতুন অফার নিয়ে আসে। আপনিও যদি এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে জেনে রাখ এসবিআই-তে শুধুমাত্র এক ধরনের অ্যাকাউন্ট খোলা হয় না। এখানে সাধারণ মানুষকে অনেক ধরনের সেভিংস অ্যাকাউন্ট(Savings Account) খোলার সুবিধা দেওয়া হয়।
আবার এই প্রত্যেকটি সেভিংস অ্যাকাউন্টর আলাদা নিজস্ব বৈশিষ্ট্য আছে। আপনি sbi তে তিন ধরনের সেভিংস অ্যাকাউন্টের সুবিধা পাবেন। এই অ্যাকাউন্টগুলো থেকে আপনি অনেক ফ্রি সার্ভিস পাবেন। এমনকি এই অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাঙ্ক আপনাকে কোন অর্থ চার্জ করবে না। চলুন তাহলে এই অ্যাকাউন্টগুলো খোলার মাধ্যমে আপনি কি কি সুবিধা পাবেন তা জেনে নেওয়া যাক।
বেসিক সেভিংস অ্যাকাউন্ট: প্রত্যেক গ্রাহকই KYC-র মাধ্যমে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি যেকোনো শাখায় গিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন যাদের আয় কম বা কম টাকা জমানো সম্ভব তাদের জন্য এই অ্যাকাউন্ট উপযুক্ত। এক্ষেত্রে ন্যূনতম টাকা রাখার কোন সীমা নেই। এছাড়া এটিতে টাকা জমা করার জন্য কোন সর্বোচ্চ সীমা নেই। গ্রাহকেরা একটি RuPay এটিএম কার্ড ডেবিট কার্ড পেয়ে যাবেন। তবে মনে রাখবেন এই অ্যাকাউন্ট-এ চেকবুক পরিষেবা পাওয়া যায় না।
বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট স্মল অ্যাকাউন্ট- এই অ্যাকাউন্টটি ১৮ বছরের বেশি বয়সী যেকোনো ব্যক্তি খুলতে পারেন। এই অ্যাকাউন্টের জন্য KYC বাধ্যতামূলক নয়। অর্থাৎ যাদের কেওয়াইসি ডকুমেন্ট নেই তারাও এই অ্যাকাউন্ট খুলে দিতে পারেন। এই অ্যাকাউন্টে আপনি বেসিক সেভিংস একাউন্ট-এর অনেক সুবিধা পেয়ে যাবেন। এখানে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জমা রাখা যাবে।
আরও পড়ুন: Paytm: এখন শুধু খরচ নয়! মোটা টাকা রোজগার হবে Paytm থেকেই! রইল ৫ টি সহজ টিপস
এসবিআই সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট- আপনি মোবাইল ব্যাংকিং, এসএমএস অ্যালার্ট, ইন্টারনেট ব্যাংকিং, Yono, স্টেট ব্যাঙ্ক এনিহোয়ার, SBI কুইক মিসড কল ইত্যাদি পরিষেবা পেয়ে যাবেন এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। এর পাশাপাশি এই অ্যাকাউন্টে আপনি একটি আর্থিক বছরে ১০টি চেক বিনামূল্যে পাবেন। এরপরে ১০ টি চেকের দাম ৪০ টাকা প্লাস জিএসটি এবং ২৫ টি চেকের দাম ৭৫ টাকা প্লাস জিএসটি হিসেবে দিতে হবে। এই একাউন্টেও সর্বোচ্চ টাকা রাখার কোন সীমা নেই।