Mutual Fund

Mutual Fund: মাসে ৫ হাজার টাকা জমালে রিটার্নে পকেটে ঢুকবে ৫৫ লাখ টাকা! এই ফান্ডের সম্পর্কে আগে জানতেন?

নিউজশর্ট ডেস্কঃ যেকোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদী প্রকল্প সবথেকে বেশি রিটার্ন বলে মনে করেন আর্থিক বিশেষজ্ঞরা। আর নিরাপদ জায়গায় যদি অর্থ বিনিয়োগ করা যায় তাহলে সেক্ষেত্রে ঝুঁকি কম থাকে এবং রিটার্ন ও ভালো পাওয়া যায়। পোস্ট অফিস এবং ব্যাংকে অর্থ বিনিয়োগ করতে পারলে প্রচুর টাকা ইনকাম করা যায়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমনই কিছু প্রকল্প রয়েছে।

এছাড়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড রয়েছে। এই মিউচুয়াল ফান্ড স্কিমে যদি কেউ প্রত্যেক মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে ৫৫ লাখ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে তরুণ প্রজন্মরা ব্যাংক এবং পোস্ট অফিসের তুলনায় মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে বেশি আগ্রহী। এখন মিউচুয়াল ফান্ডে কোটি কোটি বিনিয়োগকারীরা অর্থ বিনিয়োগ করছেন।

তবে কিভাবে মোটা টাকা রিটার্ন পাওয়া যাবে? সেই সম্পর্কে অনেকেই সঠিক তথ্য জানেন না। আজকের এই প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো। মাত্র ১ হাজার টাকা বিনিয়োগ করেও মিউচুয়াল ফান্ডে লাখ লাখ টাকা অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

SBI

আরও পড়ুন: Child’s Scheme: রোজ ৬ টাকা করে জমালে রিটার্ন মিলবে প্রচুর টাকা, সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকবে না

তবে হাজার হাজার মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনাকে সেরাটা ভালো করে বিচার বিবেচনা করে বেছে নিতে হবে। তাহলেই আপনি ভালো রিটার্ন পেতে পারবেন। এসবিআই-এর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা রয়েছে। যদি কোন ব্যক্তি এনএফও-র মাধ্যমে একসঙ্গে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ২২.৮৫% সুদের হারে আপনি ১ কোটি ৩১ লাখ টাকা রিটার্ন পাবেন।

Mutual Fund

যদি কেউ এসআইপির মাধ্যমে এই স্কিমে প্রত্যেক মাসে ৫০০০ টাকা বিনিয়োগ করে থাকেন। তাহলে ৫৫ লাখ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়ার সুবিধা রয়েছে। তবে এক্ষেত্রে এই পরিমাণ টাকা রিটার্ন পেতে হলে বিনিয়োগকারীকে ১৮ বছর বিনিয়োগ করতে হবে। আর কেউ যদি ৯ হাজার টাকা করে প্রত্যেক মাসে বিনিয়োগ করেন, তাহলে এসবিআই-এর মিউচুয়াল ফান্ড স্কিমে একটানা ৩০ বছরে অর্থ বিনিয়োগ করেন তাহলে মেয়াদ শেষে ৬.৩ কোটি টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া যাবে।

Avatar

Papiya Paul

X