নিউজশর্ট ডেস্ক: যেকোনো মানুষ অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক এবং পোস্ট অফিসে বিনিয়োগ(Investment) করে থাকেন। যদিও এই বিনিয়োগের ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টের চাহিদা সবসময় বেশি থাকে। তবে বিনিয়োগের ক্ষেত্রে শুধু সেভিংস অ্যাকাউন্ট নয়। আরো এমন অনেক স্কিম রয়েছে যেখান থেকে মোটা টাকা ইনকাম করা যায়।
আজকের এই প্রতিবেদনে স্টেট ব্যাংকের রিকারিং ডিপোজিট(Recurring Deposit) স্কিম সম্পর্কে আপনাদেরকে জানাবো। যেখানে মাত্র ৮ হাজার টাকা করে সঞ্চয় করলে আপনি ২ বছরের মধ্যে ২ লক্ষ টাকা পেয়ে যাবেন। এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই প্রতিবেদনটি পুরোটা পড়ে ফেলুন।
SBI-এর RD স্কিম:
যে সমস্ত ব্যক্তিরা ভবিষ্যতের জন্য ভালো টাকা সঞ্চয় করতে চান তাদের জন্য এসবিআই-এর আরডি স্কিম একটি ভালো বিকল্প হতে পারে। এমনিতেই যেহেতু একটি সরকারি ব্যাংক। তাই ঝুঁকির সম্ভাবনাও সেভাবে নেই বললে চলে। এসবিআই-তে মেয়াদ অনুযায়ী আলাদা আলাদা সুদের হার অফার করা হয়। এখানে সাধারণ মানুষের জন্য ৭ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০ শতাংশ সুদের হার অফার করা হয়।
আরও পড়ুন: SBI: ৫ কিংবা ৬ নয়, FD-র উপর ১০% সুদ দিচ্ছে SBI! এই অফার জানলে লুফে নিতেন আপনিও
কিভাবে পাবেন ২ বছরে ২ লাখ টাকা?
আপনি যদি ভবিষ্যতের জন্য মোটা টাকা সঞ্চয় করতে চান। তাহলে এখানে অর্থ বিনিয়োগ করতে পারেন। আর ২ বছর পর ২ লক্ষ টাকা পেতে হলে আপনাকে ৮ হাজার টাকা করে RD করতে হবে। এক্ষেত্রে SBI-এর ২ বছরের মেয়াদের RD-তে সুদের হার অনুযায়ী প্রতি মাসে ৮ হাজার টাকা জমা করলে ২ বছর পর আপনি ২ লক্ষ টাকার বেশি রিটার্ন পাবেন।
আপনি যদি একজন সাধারণ নাগরিক হয়ে থাকেন তাহলে RD তে প্রতি মাসে ৮ হাজার টাকা জমা করলে ২ বছর পর সুদ সমেত রিটার্ন পাবেন ২,০৬,৫৫৭ টাকা। আপনার অর্থ জমা করার পরিমাণ হবে ১,৯২,০০০ টাকা। এরপর ৭ শতাংশ সুদ নিয়ে টাকা হবে ১৪,৫৫৭ টাকা।
আপনি যদি একজন প্রবীন নাগরিক হয়ে থাকেন তাহলে এক্ষেত্রে একই পরিমান টাকা জমা করলে ২ বছর পর ৭.৫ শতাংশ সুদ অনুযায়ী সুদের টাকা হবে ১৫,৬৪৩ টাকা। আর আপনি মোট টাকা রিটার্ন পাবেন ২,০৭,৬৪৩ টাকা।
বিশেষ দ্রষ্টব্য: যে কোন জায়গায় অর্থ বিনিয়োগের আগে অবশ্যই নিজের অর্থ বিশ্লেষকের সঙ্গে পরামর্শ করে পরেই বিনিয়োগ করা উচিত। এই অর্থ বিনিয়োগ প্রসঙ্গে Newzshort কোনো তথ্য যাচাই করেনি।