নিউজশর্ট ডেস্কঃ বহু মানুষ আছেন যারা অর্থ বিনিয়োগের ক্ষেত্রে নিরাপদ এবং সুরক্ষিত জায়গায় বিনিয়োগ করতে পছন্দ করেন। এছাড়া সিনিয়র সিটিজেনরা নিশ্চিত রিটার্নে ঝোঁক দেখান বেশি। তাই বিভিন্ন ব্যাংকগুলোতে সাধারণ নাগরিকদের তুলনায় সিনিয়র সিটিজেনদের ডিপোজিটের ক্ষেত্রে বেশি সুদ দেওয়া হয়।
আবার ফিক্সড ডিপোজিটের(Fixed Deposit) ক্ষেত্রেও সিনিয়র সিটিজেনদের বেশি সুদের হার দেওয়া হয়। এর মূলত কারণ হল যাতে তারা আরো বেশি সংখ্যক টাকা ফিক্সড ডিপোজিটে রাখেন। ভারতের অন্যতম ও বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও সিনিয়র সিটিজেনদের জন্য বেশি সুদের হার সহ ফিক্সড ডিপোজিট অফার করে।
এক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের জন্য ১ বছরের FDতে সুদের হার ৭.৩০ শতাংশ, ৫ বছরের জন্য FDতে সুদের হার ৭.৫০ শতাংশ।(অর্থনৈতিক ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে)
চলুন তাহলে দেখে নেওয়া যাক FD-তে ৩ লক্ষ টাকা জমা করলে কত টাকা রিটার্ন পাওয়া যাবে?
এক্ষেত্রে ১ বছরের সিনিয়র সিটিজেন FD-তে ৭.২৫ শতাংশ সুদের হার অফার করে। যদি কেউ এই FD-তে ৩,০০,০০০ টাকা বিনিয়োগ করেন। তবে তিনি সুদ হিসাবে ২২,৫০৭ টাকা পাবেন। ১ বছরের প্ল্যানে মেয়াদপূর্তির সময় ৩,২২,৫০৭ টাকা পাওয়া যাবে।
৫ বছরের সিনিয়র সিটিজেন FD-তে ৭.৫০ শতাংশ সুদের হার। FD-তে ৩,০০,০০০ টাকার বিনিয়োগে ১,৩৪,৯৮৪ টাকা সুদ পাওয়া যাবে। এক্ষেত্রে ৫ বছরের FD-এ মেয়াদপূর্তির পরিমাণ হবে ৪,৩৪,৯৮৪ টাকা। এছাড়া ৫ বছরের FD আয়কর আইনের ধারা ৮০সি-এর অধীনে ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত জমার উপর কর সুবিধাও দেয়।