SBI Special Cadre Recruitment 2024

প্রায় ১৫০০ লোক নেবে SBI, সর্বোচ্চ বেতন ৯৩,৯৬০ টাকা! চাকরিপ্রার্থীরা এখুনি করুন আবেদন

পার্থ মান্নাঃ যতদিন যাচ্ছে ততই বেড়ে চলেছে রাজ্যের বেকারের সংখ্যা। একটা ভালো চাকরির খোঁজ মিললেই তাতে লক্ষাধিক আবেদন জমা পড়ছে। তবে চিন্তা নেই, বেকারদের জন্য এবার ব্যাঙ্কে কাজ করার সুবর্ণ সুযোগ আনল ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কোন পদে আবেদনের জন্য কি যোগ্যতা লাগবে আর কিভাবে আবেদন করবেন? সমস্ত খুঁটিনাটি রইল আজকের প্রতিবেদনে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ (SBI Recruitment 2024)

যেমনটা জানা যাচ্ছে Specialist Cadre Officer নিয়োগ করা হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। কিছু পদের ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ নিয়েই নিয়োগ করা হবে। আবার কিছু পদের ক্ষেত্রে পরীক্ষা থাকবে জেনারেল অ্যাপটিটিউড ও প্রফেশনাল নলেজের।এছাড়া ম্যানেজারিয়াল পদের ক্ষেত্রে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে।

মোট শূন্যপদের সংখ্যা ও মাইনে

মোট শূন্যপদের সংখ্যা ১৪৯৭ জন। যার মধ্যে ৬১৪ টি পদ জেনারেল কাস্টেরপ্রার্থীদের জন্য। এরপর ২৩৪ টি SC, ১১০টি ST, ৩৯২টি OBC ও ১৪৭টি EWS প্রার্থীদের সংরক্ষিত থাকবে।

পদের গ্রেডের উপর মাইনে নির্ভর করবে। তবে বিজ্ঞপ্তি থেকে যেমনটা জানা যাচ্ছে নূন্যতম ৪৮,৪৮০ টাকা ও সর্বোচ্চ ৯৩,৯৬০ টাকা মাইনে দেওয়া হবে।

শিক্ষাগত ও বয়সের যোগ্যতা

যারা এই পদের জন্য আবেদন করতে চাও তাদের শিক্ষাজগৎ যোগ্যতা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, Electronics, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং, B.Tech, M.Tech বা MCA ইত্যাদির মধ্যে কোনো একটি ডিগ্রি থাকতে হবে।

এছাড়া আবেদনকারী প্রার্থীর বয়স নূন্যতম ২১ বছর থেকে শুরু করে ৩৫ বছরের মধ্যে হতে হবে। অবশ্য এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে।

অনলাইনে আবেদনের পদ্ধতিঃ

  • আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকেই অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য প্রথমেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে (নিচে লিংক দেওয়া আছে) চলে যেতে হবে।
  • এরপর সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
  • তারপর আপনি যে পদে আবেদন করতে চান সেটার ফর্ম সাথী তথ্য দিয়ে ফিলাপ করে নিতে হবে। ফর্ম ফিলাপ হয়ে গেলে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। সব হয়ে গেলে সাবমিট করে দিলেই ফর্ম সাবমিট হয়ে যাবে।
  • তারপর ৭৫০ টাকা পরীক্ষার আবেদন ফিজ দিলেই আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। এক্ষেত্রে তফসিলি জাতি ও প্রতিবন্ধীদের কোনো ফিজ লাগবে না।

আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট >> Official Application Link

আবেদনের শেষ তারিখঃ ৪ঠা অক্টোবর ২০২৪ 

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X