নিউজশর্ট ডেস্কঃ সরকারি বাস পরিষেবায় এবার চালু হতে চলেছে নতুন সুবিধা। নিত্য যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবার পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে কলকাতা পর্যন্ত নতুন সরকারি বাস পরিষেবা চালু হতে চলেছে। গতকাল অর্থাৎ বুধবার থেকে এই নতুন বাস পরিষেবা চালু হয়ে গিয়েছে। এদিন এসবিএসটিসির(SBSTC) উদ্যোগে এই বাস পরিষেবা চালু হয়েছে।
হলদিয়া থেকে কলকাতা পর্যন্ত এই সরকারি বাস পরিষেবা দেবে। এর মাঝে চৈতন্যপুর, মহিষাদল, তমলুক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় উপর দিয়ে বাস যাবে। দীর্ঘদিন ধরে এই লং রুটের সরকারি বাস পরিষেবা বন্ধ থাকার জন্য খুব সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষেরা। তবে আবার এই বাস পরিষেবা চালু হবার পরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ।
জানা গিয়েছে, আপাতত একটি বাস চালু করা হয়েছে। এরপর ধাপে ধাপে অন্যান্য বাস এই রুটে চালু করা হবে। যাত্রীসংখ্যা কত হচ্ছে তার ওপর নির্ভর করে আরো বাস ছাড়া হবে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, প্রতিদিন সকাল ৯ টায় হলদিয়া থেকে এই বাসটি ছাড়বে এবং সেটি দুপুর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে কলকাতায় এসে পৌঁছাবে।
আরও পড়ুন: Digha: দীঘা ও পুরীর জগন্নাথ মন্দিরের রয়েছে এক বিরাট পার্থক্য! জেনে রাখলে সুবিধা আপনার
কলকাতা থেকে দুপুর দুটো নাগাদ বাসটি কলকাতা ছেড়ে হলদিয়ার দিকে চলে যাবে। এই বাসটি কলকাতা থেকে হলদিয়ায় যেতে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা অর্থাৎ সন্ধ্যে পাঁচটা থেকে ছটার মধ্যে বাস হলদিয়ায় পৌঁছে যাবে। আগে এই রুটে বাস পরিষেবা চালু ছিল।
কিন্তু দীর্ঘদিন ধরে আবার বাস পরিষেবা বন্ধ থাকায় কবে আবার পরিষেবা চালু হবে তা নিয়ে অপেক্ষা করেছে সাধারণ মানুষেরা। তবে এবার সাধারণ মানুষের অপেক্ষার সেই অবসান ঘটলো। জানা গিয়েছে হলদিয়া থেকে কলকাতা যাওয়ার জন্য এই বাসে মাথাপিছু ভাড়া লাগবে ১০৯ টাকা।