নিউজশর্ট ডেস্কঃ ছোট বেলায় অনেকেরই স্বপ্ন থাকে বিজ্ঞানী হওয়ার। যারা বিভিন্ন গবেষণার মাধ্যমে নতুন আবিষ্কার করেন। প্রতি বছর দেশের এমনই প্রতিভাশালী বিজ্ঞানীদের পুরস্কৃত করা হয়ে সরকারের তরফ থেকে। এবছরেও আয়োজিত হচ্ছে বিজ্ঞানশ্রী পুরস্কার বিতরণের। জানলে গর্বিত হবেন যে তালিকায় রয়েছেন ৪ বাঙালি বিজ্ঞানী। অবশ্য শুধুই বিজ্ঞানশ্রী নয় বিজ্ঞানরত্ন থেকে বিজ্ঞান যুব পুরস্কারও দেওয়া হয়েছে বিজ্ঞানীদের।
‘বিজ্ঞানশ্রী’ পুরস্কার পাচ্ছেন বাঙালি বিজ্ঞানীরা
যেমনটা জানা যাচ্ছে, কলকাতা আইআইএম এর গণিত ও কম্পিউটার সাইন্সের অধ্যাপক রাহুল মুখোপাধ্যায় ও সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এর অধ্যাপক নবকুমার মন্ডল এই পুরস্কার পাচ্ছেন। এছাড়াও পদার্থবিজ্ঞানের যুব পুরস্কার পাচ্ছেন রমন রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক উর্বশী সিংহ। একইভাবে পরিবেশবিদ্যার জন্য বিজ্ঞান যুব পুরস্কার পাচ্ছেন নাশনাল ফরেনসিক সায়েন্স ইউইনভার্সিটির বাপ্পি পাল।
এছাড়াও ইসরোর যে বিজ্ঞানীদের দল চন্দ্রজান ৩ এর উৎক্ষেপণের কাজে যুক্ত ছিলেন তাদের মধ্যেও রয়েছেন দুই বাঙালি। একজনের নাম দ্বিজেন্দ্রনাথ সোয়াই ও আরেকজন হলেন প্রশান্ত কুমার। জলবায়ুর পরিবর্তমান ও বর্ষা এর উপর গবেষণা করছিলেন বিজ্ঞানী রক্সী ম্যাথু কল। তাঁকে আর্থ সায়েন্স বিভাগের তরফ থেকে বিজ্ঞান যুব পুরস্কার দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ নতুন বন্দে ভারত পেল বাংলা, চলবে কোন রুটে? ভাড়া সহ বড় আপডেট দিল ভারতীয় রেল
লিভারের ইউক্যারিয়োটিক জিন থেকে ম্যালেরিয়া ও ভ্যাকসিন তৈরির গবেষণার জন্য এবছর ‘বিজ্ঞানরত্ন’ পুরস্কারে সম্মানিত করা হয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এর প্রাক্তন অধিকর্তা গোবিন্দরাজন পদ্মনাভনকে। যিনি বর্তমানে তামিলনাড়ু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আচার্য। এখানেই শেষ নয়, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, কৃষি ও পরিবেশবিদ্যাতেও নিজেদের গবেষণার কারণে অনেকেই পুরস্কার পেয়েছেন। সব মিলিয়ে প্রায় ৩২ জন বিজ্ঞানী পুরস্কৃত হয়েছেন এবছরেই।