পার্থ মান্নাঃ কিছুদিন আগেই শেষ হয়েছে দুর্গাপুজো। এরপর কালীপূজা ও দীপাবলির পালা। যদিও মাঝে দুর্যোগের কারণে কিছুটা ব্যাঘাত ঘটেছে স্বাভাবিক জনজীবনে। তবে আবারও সব কিছু নরমাল হচ্ছে, তাই ফের উৎসবের মুডে ফিরছে বাঙালি। দুর্গাপুজোর মত কালীপূজোতেও একাধিক জায়গায় প্রচুর প্যান্ডেল হয় ও ঠাকুর দেখতে ভিড় জমান লক্ষ লক্ষ মানুষেরা। আর যাতায়াতের জন্য ভরসা একটাই লোকাল ট্রেন। তাই এবার দীপাবলি ও কালীপুজো উপলক্ষে যাত্রীদের সুখবর শোনাল রেলের শিয়ালদাহ ডিভিশন।
যাত্রীদের সুখবর শোনালো শিয়ালদহ ডিভিশন
রোজ শিয়ালদহ স্টেশন দিয়ে যাত্রা করেন?তাহলে মশাই আপনার জন্য সুখবর। কারণ কালীপুজো ও দীপাবলি উপলক্ষে অতিরিক্ত ট্রেন চ্যানেলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। এই সময় সাধারণ মানুষের ভিড়ের পাশাপাশি ঘুরতে ও ঠাকুর দেখতে আসা মানুষের ভিড় যুক্ত হয়ে প্যাক আপ হয়ে যায় ট্রেনগুলি। তবে উৎসবের দিনগুলিতে যাতে সেই পরিস্থিতি না হয় তার জন্য তৎপর হল শিয়ালদহ ডিভিশনের রেল কর্তারা। তাই এবছর ৩১ শে অক্টোবর ও ১ লা নভেম্বর এক্সট্রা ৮টি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলি কোন রুটে চলবে ও টাইম কি হবে? উত্তর রইল আজকের প্রতিবেদনেই।
শিয়ালদহ ডিভিশনে দিওয়ালি স্পেশাল ট্রেনের তালিকা ও সময়সূচী (Sealdah Division Special Trains list with time)
আগামী ৩১ শে অক্টোবর ও ১ লা নভেম্বর যাত্রীদের ভিড় সামাল দিতে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে শিয়ালদহ ডিভিশনে। নিচে সেই ট্রেনগুলির সম্পর্কে জানানো হল।
১। শিয়ালদহ-ডানকুনি-শিয়ালদহ লোকাল : এই স্পেশাল ট্রেনটি রাত্রি ১১টা বেজে ৩০মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে ও ১২টা বেজে ১৫ মিনিটে ডানকুনি পৌঁছাবে। আর ডানকুনি থেকে ১২টা বেজে ২৫ মিনিটে ছেড়ে ১টা বেজে ৫মিনিটে শিয়ালদহ পৌঁছাবে।
২। শিয়ালদহ-রানাঘাট-শিয়ালদহ লোকাল : এই স্পেশাল ট্রেনটি ৩১শে অক্টোবর রাত্রি ১২ টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে ২টো ৩০মিনিটে রানাঘাট পৌঁছাবে। অন্যদিকে রানাঘটে থেকে একটি ট্রেন ১১টা বেজে ৪৫মিনিটে ছাড়বে যেটা ১টা বেজে ৪০ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে।
৩। শিয়ালদহ-বারুইপুর-শিয়ালদহ লোকাল : ১ লা নভেম্বর শিয়ালদহ থেকে ১২টা বেজে ৩০মিনিটে ছাড়বে বারুইপুর পৌঁছাবে রাত্রি ১টা বাজে ১৫ মিনিটে। অন্যদিকে আরেকটি ট্রেন বারুইপুর থেকে রাত্রি ১টা বেজে ২৫ মিনিটে ছাড়বে যেটা রাত্রি ২টো বেজে ১০ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে
৪। শিয়ালদহ-বারাসাত-শিয়ালদহ : এই স্পেশাল লোকালটি ১২টা বেজে ১০মিনিটে ছাড়বে আর রাত্রি ১২টা বেজে ৫৫মিনিটে বারাসাত পৌঁছাবে। অন্যদিকে বারাসাত থেকে ১টা ১০মিনিটে ছেড়ে ১টা বেজে ৫৫ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে।