নিউজ শর্ট ডেস্ক: শিয়ালদা লাইনে (Sealdah Line) লোকাল ট্রেনের (Local Train) ভোগান্তি নতুন নয়। বিশেষ করে রোজকার নিত্যযাত্রীদের প্রায় দিনই চরম ভোগান্তির শিকার হতে হয়। তবে আশার খবর এই যে আগামী দিনে এই ভোগান্তির সুরাহা হতে চলেছে। আগেই জানা গিয়েছে নন ইন্টারলিংকের কাজ শেষ হওয়ার পরেই বাড়তে পারে ট্রেনের সংখ্যা।
আর এসবের মধ্যেই নিত্যযাত্রীদের জন্য এসে গেল, আরও একটি বড় সুখবর। জানা যাচ্ছে আগামী দিনে শুধু নতুন ট্রেনের সংখ্যাই বাড়বে না, সেইসাথে জানা যাচ্ছে যে সমস্ত নতুন ট্রেন আসবে সেগুলি ১২ বগিরও হতে পারে। যার জেরে কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছেন নিত্যযাত্রীরা।
কারণ সামনেই আসছে গরমকাল আর এই গরমের মধ্যে ভিড় ট্রেনে ঠাসাঠাসি করে যাতায়াত করা যেমন কষ্টের তেমনি ঝুঁকিপূর্ণ। বিশেষ করে অফিস যাত্রীরা জানেন শিয়ালদহ লাইনে বিধাননগর কিংবা দমদম স্টেশন থেকে কিভাবে ঠেলাঠেলি করে ট্রেনে উঠতে হয়।
আর এর অন্যতম প্রধান কারণ হলো দিনে দিনে যাত্রী সংখ্যা বেড়ে চললেও বাড়ছে না ট্রেনের সংখ্যা। আর সেই সাথে ৯ বগির ট্রেন হওয়ায় সেই ট্রেনে ভিড়-ও হয় অনেক বেশি। পূর্ব রেলের মূখ্য় জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ইতিমধ্যেই আশ্বস্ত করে জানিয়েছেন নন ইন্টারলকিংয়ের কাজ শেষ হলে ট্রেনের সংখ্যা বাড়বে।
আরও পড়ুন: তাড়াহুড়ো নয়, এই প্ল্যানে মাসে ৩০০ টাকা জমিয়েও হতে পারেন ১ কোটির মালিক!
রেলসূত্রে খবর, এতদিন ২৯৬টি ট্রেন চললেও এবার তা বাড়িয়ে ৩৪৪টি করা হতে পারে। শুধু তাই নয়, নতুন যে ট্রেন আসতে চলেছে সেগুলি ১২ বগিরও হতে পারে। তাই সব মিলিয়ে আগামী দিনে শিয়ালদা লাইনে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমতে চলেছে । জানা যাচ্ছে সব ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহ থেকেই ১২ বগির ট্রেন চালানো হবে।