Sealdah

Sealdah: এবার ফাঁকায় ফাঁকায় যেতে পারবেন ট্রেনে! যাত্রীদের সুবিধার জন্য বড় পদক্ষেপ রেলের

নিউজশর্ট ডেস্ক: যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেলের(Indian Railways) তরফ থেকে নিত্যনতুন পরিষেবা গ্রহণ করা হয়। আর এবার শিয়ালদা(Sealdah) ডিভিশনের যাত্রীদের জন্য রয়েছে সুখবর। বলাই বাহুল্য, শিয়ালদা স্টেশনে প্রচুর যাত্রীর ভিড় থাকে। আর তাই এই যাত্রীর ভিড় সামাল দেওয়ার জন্য এবং যাত্রীদের সুবিধার জন্য শিয়ালদহ নর্থ সেকশনের চারটি প্লাটফর্মের দৈর্ঘ্য বাড়ছে।

এর পাশাপাশি আরো বেশি পরিমাণে ১২ কোচের লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশনের ১,২,৩ এবং ৪ নম্বর প্লাটফর্মের দৈর্ঘ্য ও বাড়ানো হবে। আর এই কাজ আগামী ১৮ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে।

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে শিয়ালদহ নর্থ সেকশনের এই চারটি প্লাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে। যাতে এই প্লাটফর্ম গুলো থেকে আরো বেশি ১২ কোচের ইএমইইউ ট্রেন চালানো সম্ভব হয়। যাত্রীরা এর আগে বহুবার অভিযোগ তুলেছেন অফিস টাইমে ভিড় প্রচুর থাকে এই সময় ৯ কোচের ট্রেনে যাতায়াতের অসুবিধা হয়। আর তাই সমস্ত লোকাল ট্রেন যেন ১২ কোচের হয়, সেটাই চেয়েছেন যাত্রীরা।

আরও পড়ুন: Indian Railways: রেলস্টেশনে ভুলেও করবেন না এই কাজ! নিয়ম না মানলেই হবে জরিমানা

এদিকে হাওড়া ডিভিশনে ও অফিস টাইমে প্রায় অধিকাংশই বারো কোচের ট্রেন চালানো হয়। আর এতে সুবিধা হয় সাধারণ যাত্রীদের। এমনকি শিয়ালদার সাউথ ডিভিশনের প্রায় সমস্ত লোকালে ১২ কোচের রয়েছে। কিন্তু শিয়ালদহ মেন এবং নর্থ শাখায় এখনো সমস্ত লোকাল ট্রেন ১২ কোচ করা সম্ভব হয়নি। এর কারণ বেশ কিছু জায়গাতেই প্লাটফর্মের দৈর্ঘ্যের পরিবর্তন না করলে এই দুই শাখায় ১২ কোচের ট্রেন চালানো সম্ভব নয়।

Indian Railways

এর পাশাপাশি সিগন্যাল ব্যবস্থার আধুনিকীকরণ এবং অনেক ক্ষেত্রে ইয়ার্ড লেআউট ও মডিফিকেশন করতে হয়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যে পূর্ব রেলের হাওড়া ডিভিশন এবং শিয়ালদহ সাউথ সেকশনের মতো এবার শিয়ালদহ নর্থেও ও সমস্ত ট্রেনকেই ১২ কোচের করে দেওয়া হবে। বিশেষ করে সকালবেলা এবং সন্ধ্যার ব্যস্ত সময়।

Papiya Paul

X