নিউজশর্ট ডেস্কঃ Bengali Serial Actor’s Women Look : বাংলা সিরিয়ালের(Bengali Serial) অভিনেতা-অভিনেত্রীরা দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয়। এমনকি জনপ্রিয়তার নিরিখে কেউ কেউ আবার টেক্কা দেয় টলিউডের(Tollywood) নায়ক-নায়িকাদের। বাংলা সিরিয়ালের নায়কদের ফ্যান ফলোয়িং তো প্রচুর। কেউ কেউ আবার বং ক্রাশ হিসাবে পরিচিত। তবে এই হ্যান্ডসাম হিরোরা যদি নায়িকা হতেন, তাহলে কেমন দেখতে হতেন? চলুন সেই ছবি দেখে নিন।
দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) ও রুবেল দাস (Rubel Das) : এই মুহূর্তে স্টার জলসার অনুরাগের ছোঁয়াতে রয়েছেন দিব্যজ্যোতি। আর অন্যদিকে জি বাংলার নিম ফুলের মধু সিরিয়ালে কাজ করছেন রুবেল। দুজনের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে এরা যদি মেয়ে হতেন তাহলে অনায়াসেই টেক্কা দিতেন টলিউডের নায়িকাদের।
সৌম্যদীপ মুখার্জী (Soumyadeep Mukherjee) ও মৈনাক বন্দ্যোপাধ্যায় (Mainak Banerjee) : এনারা দুজনেই জি বাংলার দুই জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করছেন। জগদ্ধাত্রীতে স্বয়ম্ভুর চরিত্রে অসাধারণ লাগছে সৌম্যদীপকে। আবার ইচ্ছে পুতুল সিরিয়ালে নীলের ভূমিকায় অভিনয় করছেন মৈনাক। তাদের মেয়েরূপী ছবি নিচে দেওয়া রইল।
অভিষেক বসু (Abhishek Basu) ও সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় (Sourajit Banerjee) : সন্ধ্যাতারা সিরিয়ালে আকাশনীলের ভূমিকায় অভিনয় করছেন সৌরজিৎ। প্রথম সিরিয়ালের বাজিমাত করছেন নায়ক। আর মেয়েদের ক্রাশ অভিষেক রয়েছেন ফুলকি সিরিয়ালে। দুজনেই যদি মেয়ে হতেন তাহলে আরো বেশি ভালো লাগতো।
দ্রোণ মুখার্জী (Dron Mukherjee) ও গৌরব চ্যাটার্জী (Gourab Chatterjee) : কার কাছে কই মনের কথা সিরিয়ালে অভিনয় করছেন দ্রোণ। যদিও নায়ক হিসাবে তাকে অনেক দর্শকই অপছন্দ করছেন। তবে মেয়ে হলে তাকে ভালোই মানাতো। অন্যদিকে গাঁটছড়া সিরিয়ালের ঋদ্ধিমানের মহিলা ফ্যানের সংখ্যা কম নয়। তাকে মেয়ে লুকে দেখলে সবাই ফিদা হবে।
গৌরব রায়চৌধুরী (Gourab Roy Choudhary) : তিনি রাঙা বউ সিরিয়ালে অভিনয় করছেন। মেয়ে হলে অনেক পুরুষের মনের মানুষ হতেন তিনি।