এই মুহূর্তে OTT প্ল্যাটফর্মের সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজ “পঞ্চায়েত সিজন -1” জায়গা করে নিয়েছে মানুষের হৃদয়ের মণিকোঠায়। সিজন ওয়ানের পর পরবর্তী পর্বের জন্য মুখিয়ে ছিলো অনুরাগীরা। আর সিজন টু এর মুক্তির পর থেকেই নেট দুনিয়ায় হইচই শুরু যাদব, নীনা গুপ্তা অভিনীত ‘পঞ্চায়েত সিজন-2’ নিয়ে ৷ প্রথম মরশুমের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় সিজনেও দর্শকদের মোহিত করেছে জনপ্রিয় এই ওয়েব সিরিজ ৷ আর পাওনার খাতায় যোগ হয়েছে আরো একটি চরিত্র ‘রিঙ্কি’ ৷
ওয়েব সিরিজটির প্রথম সিজনের শেষ দৃশ্যে দেখা গিয়েছিল, একটি জলের ট্যাঙ্কের উপর অভিষেকের সঙ্গে গ্রাম প্রধানের মেয়ে রিঙ্কির দেখা হচ্ছে। এর পর রিঙ্কি আর অভিষেকের গল্পের বাঁক কোন পথে ঘুরবে তা জানার জন্যই উদগ্রীব হয়েছিলো অনুরাগীরা। সিরিজের অন্যতম প্রধান চরিত্র গ্রাম প্রধান মঞ্জু দেবী ও ব্রিজভূষণ দুবের এক মাত্র কন্যা রিঙ্কি। সমস্ত সিরিজ জুড়ে ঘুরেফিরে তার নাম সামনে এলেও শেষ দৃশ্য ছাড়া আর কোথাও দেখানো হয়নি তাকে। তবে দ্বিতীয় সিজনে তার উপস্থিতি সিরিজটিকে অন্য মাত্রা এনে দিয়েছে। গ্রামের সহজ সরল সাধাসিধে রিঙ্কি অতি সহজেই মন জিতে নিয়েছেন দর্শকদের।
তবে জানেন কি পঞ্চায়েতের এই সাধাসিধে গ্রাম্য মেয়েটির আসল পরিচয় কী? পঞ্চায়েত সিজন 2-এ দেখা রিঙ্কির আসল নাম সানভিকা। তার ব্যক্তিগত জীবনের খুব বেশি তথ্য না পাওয়া গেলেও এই মুহূর্তে ইনস্টাগ্রামে ৬২ হাজার ফলোয়ার রয়েছে তার।
এছাড়াও একটি সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছিলেন যে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করলেও ৯ টা ৫ তার তথাকথিত চাকরি করতে আগ্রহী নন তিনি। তার কথায়, তিনি কোনও দিন অভিনয় করার কথা ভাবেননি। ‘পঞ্চায়েত’ সিরিজের মাধ্যমেই অভিনয় জগতে তাঁর পা রাখা। আর এসেই বাজিমাত, আট থেকে আশি সকলের মনেই জায়গা করে নিয়েছেন সানভিকা ওরফে ‘রিঙ্কি’।
শুধু তাই নয় সানভিকা জানিয়েছেন, তার নিজেরও নিজের অভিনয় দক্ষতার উপর অতটা ভরসা ছিলোনা যতটা ভরসা ছিলো পরিচালক দীপকের। এছাড়াও নির্মাতাদের উদ্দেশ্যে তিনি বলেছেন ‘পঞ্চায়েত’-এর প্রতিটি অভিনেতা-অভিনেত্রীর কাছে কৃতজ্ঞ তিনি। সকলের কাছে তিনি অনেক কিছু শিখতে পেরেছেন। তবে নতুন ওয়েব সিরিজে সাফল্যের রেশ ধরেই আগামিদিনে তার থেকে আরও ভাল ভাল চরিত্রের প্রত্যাশায় রয়েছে অনুগামীরা।