জন্মদিনের অবসরে বেশ ভালোই ছুটি কাটাচ্ছেন ‘পাঠান’ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘পাঠান’র ‘বেশরম রং’ রিলিজ হওয়ার পর থেকেই চর্চায় রয়েছেন তিনি। গেরুয়া বিকিনি থেকে অভিনেত্রীর প্রতিটি পোশাক নিয়েই রয়েছে মানুষের আপত্তি। এমনকি দীপিকার ছবি পুড়িয়ে বিক্ষোভও দেখিয়েছেন অনেকে।
তবে তর্ক বিতর্ক যতই হোক না কেন, একথা অস্বীকার করার উপায় নেই যে, নিজের হাতে নিজের কেরিয়ার গ্রাফ তৈরি করেছেন তিনি। ২০০৭ সালে শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ছবির হাত ধরে বি টাউনে পা রাখার পর আর ফিরে তাকাননি তিনি। একটার পর একটা সুপারহিট ছবি উপহার দিয়েছেন সিনেমাপ্রেমীদের।
আজকের দিনে তিনি যে, বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা সেটা তো আন্দাজ করাই যায়। তবে জানেন কী অভিনয়ে পা রাখার আগে বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছিলেন। অনেকেই হয়তো সেইসব বিজ্ঞাপন দেখেননি। চলুন ঝলকে সেগুলোই দেখে ফেলা যাক আজ।
দীপিকা পাড়ুকোনের সবচেয়ে প্রথম করা বিজ্ঞাপনটি সম্ভবত এই দাঁত মাজার পেস্টের। ২০০৪ সালের এই বিজ্ঞাপনে অ্যানিমেটেড ক্লোজ-আপ টুথপেস্টের সাথে বাথরুমের মধ্যে নাচ করছেন তিনি। এরপর দেশের নামকরা কিছু ডিজাইনারদের ফ্যাশন শো-তে র্যাম্প ওয়াক করেছেন তিনি।
এছাড়া লিমকার মত একটি ব্র্যান্ডের জন্য একাধিক বিজ্ঞাপন শুট করেছেন। আরো একটি বিজ্ঞাপনে দেখা যাচ্ছে নাইহা নামক একটি পোশাকের দোকানের বিজ্ঞাপন দিচ্ছেন দীপিকা। এই বিজ্ঞাপনে বিয়ের জন্য পাত্র দেখতে যাচ্ছেন তিনি। আসলে এতে এমন এক নারীর গল্প বলা হয়েছে যে বাইরে থেকে আধুনিক এবং মনেপ্রাণে ভারতীয়।
দীপিকার কেরিয়ার গ্রাফের কথা বললে, এযাবৎ একাধিক তাবড় তাবড় পরিচালকের সাথে কাজ করেছেন তিনি। বলা ভালো এইসব পরিচালকদের প্রথম পছন্দই হলেন দীপিকা। তবে তার আগামী ছবি ‘পাঠান’ নিয়ে একটু সংশয় রয়েছে বৈকি। ছবির পোশাক বিতর্ক বক্স অফিস কালেকশনে কী রকম প্রভাব ফেলবে তা সময় বলবে।