নিউজশর্ট ডেস্কঃ শুটিং সেরে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন বাঙালি অভিনেতা সাহেব ভট্টাচার্য। বর্তমানে ষ্টার জলসার কথা ধারাবাহিকে নায়ক অগ্নিভর চরিত্রে অভিনয় করছেন। তিনি এদিন রাতে শুটিং সেরে ১০.৩০টা নাগাদ জোকার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। এদিন নিজের গাড়ি ছিল না বলে অ্যাপ ক্যাব বুক করে সহকারীর সাথে গাড়িতে ওঠেন।
রাস্তায় যেতে যেতে জেমস লং সরণিতে অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। যার ফলে গাড়ি পুরো উল্টে যায়। তবে ভাগ্যের জোরে এদিন খুব বেশি ক্ষতি হয়নি। অল্প আঘাতের ওপর দিয়ে বড় বিপদ কেটে গিয়েছে। দুর্ঘটনার পর দুটি অভিনেতা ও তাঁর সহকারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাহেবকে রাতেই ফার্স্ট এইড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে সহকারীকে পরের দিন অর্থাৎ আজ ছাড়া হয়।
এদিন দুর্ঘটনা সম্পর্কে জানতে সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হলে সাহেব ভট্টাচার্য জানান, ‘চমকে গেছিলাম! হটাৎ কি যেন একটা হয়ে গেল, গাড়িটা ১৮০ ডিগ্রি উল্টে গেছিল। ওই অবস্থাতেই কিছুটা রাস্তা এগিয়ে যায় গাড়ি। তারপর আমাকে প্রায় দরজা ভেঙে বের করা হয়। আমাকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু স্মার সহকারীকে ভর্তি করা হয়, আজ ও বাড়ি ফিরেছে।’
অভিনেতা আরও জানান, দুর্ঘটনার পর ইতিমধ্যেই চালককে গ্রেফতার করা হয়েছে। খুব সম্ভবত চালক মদ্যপ হয়েই গাড়ি চালাচ্ছিলেন। তবে এদিনের ঘটনায় অ্যাপ ক্যাবের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা। গাড়ি উল্টে যাওয়ার পরে একটাও এয়ার ব্যাগ কাজ করেনি। চালকের পাশের সিট খুলে বেরিয়ে এসেছিল। এতেই স্পষ্ট কি ধরণের গাড়ি ব্যবহার করা হয়।
আরও পড়ুনঃ নেটপাড়ায় উঠেছে বয়কটের ডাক! কি বলছেন বাংলার ‘দিদি নং ১’ রচনা ব্যানার্জী?
প্রসঙ্গত, এদিন স্থানীয় মানুষদের প্রশংসাও করেছেন অভিনেতা। তার মতে দুর্ঘটনার পর আমার মোবাইল থেকে ব্যাগ কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তখন সবাই দৌড়ে আসে খুঁজে দেয়। কলকাতার বুকে আজও মানুষ আছেন যারা ওপরের বিপদে পাশে দাঁড়াচ্ছেন ইএটা দেখে আমি গর্বিত বলে জানান সাহেব।