বিতর্ক ছিল বহু। কিন্তু সমস্ত বিতর্ককে পেছনে ফেলে বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখ(Shah Rukh Khan)-দীপিকা (Deepika Padukone)অভিনীত ‘পাঠান'(Pathan)। এই ছবির জ্বরে কাবু গোটা বিশ্ব। ইতিমধ্যেই প্রায় ৬০০ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে এই ছবি। প্রায় চার বছর পর বড় পর্দায় ফিরে একেবারে ছক্কা হাঁকিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ছবির এহেন সাফল্যে খুশি অভিনেতা-অভিনেত্রী সহ পরিচালক।
তবে এত কিছুর মধ্যেও টুইটারে এবার ঘোরাফেরা করছে পাঠান ছবির বেশ কিছু ভুল। ছবিতে ভুল খুজে পেয়েছে ১ টুইটার ব্যবহারকারী। গব্বর নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ছবির সমস্ত ভুল তুলে ধরা হয়েছে। সেই ভুলগুলি বর্তমানে ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়।
পাঠান ছবির একটি দৃশ্য তুলে ধরে দাবি করা হয়েছে ভুল বার্তা দিচ্ছেন শাহরুখ খান। ছবিতে শাহরুখ খানকে বলতে শোনা যায়, ২০০২ সালে আফগানিস্তানে পোস্টেট ছিল পাঠান। সে সময় বহু মানুষের প্রাণ বাঁচান তিনি। আর এখানেই হয়ে গেল বড়সড় গন্ডগোল। গব্বরের দাবি ২০০২ নয় বরং ২০০৮ সালে আগমন ঘটেছে স্মার্টফোনের। যদিও গব্বর নামক এই টুইটার অ্যাকাউন্ট ব্যবহারকারীর দাবি মানতে নারাজ শাহরুখ ভক্তরা। তাদের দাবি গুপ্তচর সংস্থার কাছে অনেক আগে থেকেই উপলব্ধ থাকে উন্নত টেকনোলজি ব্যবস্থা।
In a Pathaan scene, Shahrukh recounts how he was posted in AFG in 2002, and saved a local, coz a missile was locked on to his phone’s gps location. So he threw the phone away to divert the missile. GPS in smartphones came in in 2008. 🥲
— Gabbar (@GabbbarSingh) January 29, 2023
ছবির একটি দৃশ্যে দেখা গিয়েছে, বোমা উড়ে গিয়েছে ট্রেনের বগির মাথায়। আবার সেই ধাতুর প্লেট দিয়ে নাকি বোমা থেকে নিজেকে রক্ষা করেছেন অভিনেতা শাহরুখ খান। এছাড়াও গব্বরের দাবি, সিনেমায় এক জায়গায় দেখানো হয়েছে চুরি করতে যাচ্ছেন শাহরুখ-দীপিকা। শাহরুখ খান দীপিকাকে আগে থেকেই জানিয়ে দিয়েছিল দুটি বিল্ডিং শহরের দুই প্রান্তে অবস্থিত। গব্বর নামক টুইটার ব্যবহারকারীর দাবি একই জায়গায় ল্যান্ড করেছিল হেলিকপ্টার।
তবে বিতর্ক যতই থাকুক আর সিনেমায় ভুল যতই থাকুক। শাহরুখের এই ছবি এখন সুপার ডুপার হিট। কেবলমাত্র দেশ নয় বিশ্বজুড়ে এই ছবি সারা ফেলেছে যথেষ্ট। এককথায় বলতে গেলে শাহরুখের কামব্যাক মোটেই মন্দ হয়নি বলিউডের জন্য।