ভেঙে চুরমার পুরনো সব রেকর্ড! প্রথম দিনেই বিরাট ব্যবসা শাহরুখের ‘জওয়ান’র, আয় করলো এত কোটি টাকা

নিউজশর্ট ডেস্কঃ Shahrukh Khan’s Box Office Collection: কামব্যাক একেই বলে! ‘পাঠানে’র(Pathaan) পর ‘জওয়ান'(Jawan) দিয়েও বক্স অফিসে(Box Office) ঝড় তুলছেন শাহরুখ খান(Shahrukh Khan)। দর্শকদের চাহিদা মেটাতে ভোর পাঁচটা থেকেই মুক্তি দেওয়া হয়েছে এই ছবির। আর ভোর পাঁচটা হোক কিংবা রাত্রি দুটো সবসময় শো হাউসফুল। এই মুহূর্তে চারিদিকে শাহরুখ ভক্তদের উন্মাদনা তুঙ্গে। অগ্রিম টিকিট বুকিং-এ যেমন নতুন রেকর্ড গড়েছিল শাহরুখ খানের জওয়ান। তেমনি প্রথম দিনেও বাজিমাত করেছে এই ছবি।

নতুন নতুন অনেক রেকর্ড গড়ে ফেলেছেন শাহরুখ খান। পুরোনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে চলেছে শাহরুখের এই ছবি।  ট্রেলার মুক্তির সময় থেকেই এই ছবি সুপারহিট তকমা পেয়ে গিয়েছিল। মুক্তির পর এটি যে ব্লকবাস্টার হিট হবে তা মনে করছেন সকলেই। প্রথম দিনের সূচনা দেখেই দর্শকদের পছন্দ হয়েছে এই সিনেমা। প্রথম দিনে গোটা দেশে রেকর্ড ব্যবসা করে ফেলেছে জওয়ান। এমনকি টপকে গিয়েছে পাঠানের রেকর্ড।

বক্স অফিস কালেকশন: সূত্র মারফর জানা গিয়েছে, পাঠানের ওপেনিং কালেকশন ছিল ৫৭ কোটি টাকা, আর জওয়ানের ওপেনিং কালেকশন হয়েছে ৭৫ কোটি টাকা। এই ছবিটি হিন্দি ভার্সনে ৬৫ কোটি, তামিল ভার্সনে ৫ কোটি, ৫ কোটি টাকা কামিয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যম সবেতেই পজিটিভ রিভিউ জুটেছে এই ছবির। প্রথম অর্ধ হোক কিংবা দ্বিতীয় অর্ধ সবেতেই টুইস্ট রয়েছে অ্যাটলির এই সিনেমার।

শাহরুখের অভিনয়: বিশেষ করে এই ছবির সবথেকে বড় ইউএসপি হলো শাহরুখ খানের অভিনয়। কেউ কেউ আবার বলছেন শাহরুখের ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি হতে চলেছে জওয়ান। নিন্দুকেরা শাহরুখের অভিনয়ে কিছু খুঁত ধরতে পেরেছে। তবে সবার সবকিছু পারফেক্ট হয় না এমনটাই মনে করছেন বাদশা ভক্তরা।

Jawan

শাহরুখ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি এবং সুনীল গ্রোভার। অতিথি শিল্পী হিসাবে ধামাকা করেছেন দীপিকা পাড়ুকোন। সানিয়া মালহোত্রা এবং প্রিয়ামনি ও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। পরিচালক এটলি এই সিনেমা বলিউডে ইতিহাস তৈরি করবে এমনটাই মনে করছেন সকলে।

Avatar

Papiya Paul

X