Shahrukh Salman Aamir

Moumita

তিনজনেই কয়েক হাজার কোটির মালিক, তবুও টেক্কা দেন একে অপরকে, তিন খানের মধ্যে সেরা কে জানেন?

বলিপাড়ার (Bollywood) তিন খানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কে? অনুরাগীদের মধ্যে এই রেষারেষি আজীবনের। সলমন (Shahrukh Khan) এবং আমিরের (Aamir Khan) অভিষেক যদিও আগেই হয়ে গেছিল। এরপর ১৯৯২ সালে দিওয়ানা ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। আর বাকিটা ম্যাজিক! তবে তিন তারকাই তাদের কেরিয়ারে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন।

   

আমির খানের কেরিয়ারের কথা বললে বেশ অনেকটা অপেক্ষার পর গত বছর মুক্তি পেয়েছিল ‘লাল সিং চাড্ডা’। যদিও বক্স অফিসে ছবিটি পুরোপুরি ফ্লপ হয়ে যায়। অন্যদিকে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত ‘পাঠান’। ছবি ব্লক ব্লাস্টার হিট তো হয়েইছে, পাশাপাশি গড়ে ফেলেছে একাধিক রেকর্ড। এদিকে সলমন খানের নতুন ছবি মুক্তি পেয়েছে সদ্যই।

তবে সফলতা, ব্যর্থতা সবে মিলিয়ে তাদের দীর্ঘ কেরিয়ারে কম রোজগার তারা করেননি। ব্যাঙ্ক ব্যালেন্সও আকাশ ছোঁয়া। এমতাবস্থায় ভক্তদের মধ্যে প্রায়ই প্রশ্ন জাগে যে, আমির-সলমন ও শাহরুখের মধ্যে সবচেয়ে ধনী কে? কেই বা একটু এগিয়ে আর কেই বা পিছিয়ে? চলুন দেখে নিই তিন খানের সম্পত্তির পরিমাণের খতিয়ান।

বলিউড,বিনোদন,গসিপ,শাহরুখ খান,সলমন খান,আমার খান,মোট সম্পত্তি,টাকা,Bollywood,Entertainment,Gossip,Shahrukh Khan,Salman Khan,Aamir Khan,Net worth,Money

আমির খান : মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তিন খানের মধ্যে আমির খানের সম্পদ সবচেয়ে কম। সূত্রের খবর, ১৫৬২ কোটি টাকার সম্পদের মালিক। মিডিয়ার খবর, আমির তার একটি ছবির জন্য প্রায় ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। পাশাপাশি বিজ্ঞাপন থেকেও মোটা টাকা চার্জ করেন তিনি।

সলমন খান : মোট সম্পদের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন সলমন খান। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বজরঙ্গি ভাইজান সালমান খান প্রায় ২৫৫০ কোটি টাকার সম্পত্তির মালিক। অভিনয়ের পাশাপাশি এই তারকা বিজ্ঞাপন এবং নিজস্ব চলচ্চিত্র নির্মাণের মাধ্যমেও মোটা টাকা আয় করেন।

শাহরুখ খান : বলিউড বাদশা শাহরুখ খান চলচ্চিত্র জগতের সবচেয়ে ধনী অভিনেতা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তিনি ৫৫৯৩ কোটি টাকার সম্পদের মালিক। অভিনয় এবং বিজ্ঞাপন ছাড়াও তিনি স্টেজ পারফরম্যান্স এবং নিজের ব্যবসা থেকেও প্রচুর আয় করেন।