Arijit

দুরন্ত ব্যাটিং করে সৌরভ গাঙ্গুলিকে টপকে গেলেন ধাওয়ান, সামনে শুধু কোহলি

আজ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে খেলতে নেমেছিল ভারত এবং শ্রীলঙ্কা। এই ম্যাচ শিখর ধাওয়ানের কাছে একটি স্মরণীয় ম্যাচ কারণ একদিকে যেমন এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক এর ভূমিকায় থাকবেন শিখর ধাওয়ান। তেমনি এই ম্যাচে প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীকে টপকে যাওয়ার সুবর্ণ সুযোগ তার কাছে।

   

সুযোগের সদ্ব্যবহার করলেন শিখর ধাওয়ান। শ্রীলংকার বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে টপকে গেলেন ধাওয়ান। বিরাট কোহলির পর দ্বিতীয় দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে 6000 রান পূর্ণ করলেন ধাওয়ান। সেই সঙ্গে টপকে গেলেন সৌরভকে।

মাত্র 136 টি ইনিংস খেলেই ওয়ানডে ক্রিকেটে 6000 রান পূর্ণ করেছিলেন বিরাট কোহলি। সৌরভ গাঙ্গুলি নিয়েছিলেন 147 টি ইনিংস। 140 টি ইনিংস খেলে 6000 রান করে ফেলেছেন ধাওয়ান।