গত ৩০ জুলাই জিম্বাবোয়ের বিরুদ্ধে এক দিনের সিরিজের দল ঘোষণা করেছিল বিসিসিআই। বিশ্রাম দেওয়া হয়েছিল অধিনায়ক রোহিত শর্মাকে। পরিবর্ত অধিনায়ক হিসাবে ধবনের নাম ঘোষণা করা হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত এক দিনের সিরিজেও অধিনায়ক ছিলেন ধবন। কিন্তু সিরিজ শুরুর আগেই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল শিখর ধাওয়ান কে।
ধাওয়ান এর জায়গায় ভারতীয় দলের নতুন অধিনায়ক করা হল লোকেশ রাহুলকে। ধবনকে করা হল সহ অধিনায়ক। বিসিসিআইয়ের মেডিক্যাল বোর্ডের কাছ থেকে খেলার ছাড়পত্র পেয়েছেন রাহুল। তাই তাঁকে দলে নেওয়া হয়েছে।
বিসিসিআই একটি বিবৃতিতে জানিয়েছে, ‘বোর্ডের মেডিক্যাল দল পরীক্ষা করে রাহুলকে খেলার অনুমতি দিয়েছে। তার পরে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি বিবেচনা করে রাহুলকে জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের অধিনায়ক ঘোষণা করেছে। ধবন ওর সহ-অধিনায়ক হিসাবে খেলবে।’