নিউজ শর্ট: জি বাংলার (Zee Bangla) অন্যতম চর্চিত একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar kache Koi Moner Kotha)। জনপ্রিয় এই ধারাবাহিকে নায়িকা শিমুলের (Shimul) চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী মানালি দে’কে। আর তাঁর বিপরীতে পরাগ (Porag) চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়। সিরিয়ালটি নিয়ে প্রথম দিকে দর্শক মহলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হলেও এখন এই সিরিয়ালটিকে দারুন পছন্দ করছেন দর্শক।
তাই প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকাতেও সেরা পাঁচে জায়গা করে নিয়েছে নায়িকা শিমুলের সংসার জীবনের এই গল্প। ধারাবাহিকে এখন শিমুলের সবথেকে কাছের বন্ধু হয়ে উঠেছেন তার শ্বাশুড়ি মধুবালা। বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে নানাভাবে অত্যাচারিত হয়েছিলেন তিনি। তাই তিনি ঠিক করেছেন শিমুলের সাথেও সেই অন্যায় তিনি আর হতে দেবেন না। অন্যদিকে পাড়ার দুর্গাপুজোয় শিমুলের হাত ধরেই জীবনটাকে নতুনভাবে বাঁচার চেষ্টা করছেন ধারাবাহিকের নায়িকা শিমুল।
পাড়া-প্রতিবেশী সকলের সাথেই আনন্দ করে দুর্গাপুজোর আয়োজন করেছে শিমুল। সেই পুজোতেই এবার প্রেসিডেন্ট হয়েছেন মধুবালা। ইতিমধ্যেই দেখা গিয়েছে বৌমার সাথে ধুনুচি নাচের প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে পুরস্কার জিতে নিয়েছেন তিনি। পুজোর অনুষ্ঠানে শিমুল চিত্রাঙ্গদা নাটক মঞ্চস্থ করেছে। কিন্তু শেষ মুহূর্তে অসুস্থ হয়ে পড়েন একজন গায়ক।
তখন তার জায়গা পূরণ করতে শিমুলের প্রাক্তন শতদ্রুকে ডেকে নিয়ে আসে সুচরিতা। তারা এমনভাবে তাকে গান গাওয়ার অনুরোধ করায় তা ফেলতে পারেনা শতদ্রুও। আগামী পর্বে দেখা যাবে তাই এদিন শিমুলের নিত্যনাট্য পরিবেশনায় এক সুন্দর অনুষ্ঠান উপভোগ করেন সকলে। এদিন শিমুলের নাচ আর অভিনয় এতটাই ভালো হয়েছিল যে পাড়ার একজন ব্যক্তি খুশি হয়ে তাদেরকে ১০ হাজার টাকা পুরস্কার দেয়।
এরপর শিমুল মঞ্চে দাঁড়িয়ে সেখানে আসার জন্য ধন্যবাদ জানায় শতদ্রুকে। একদিন এই শতদ্রুকেই অনেক অসম্মানিত হয়ে এই পাড়া থেকে বেরিয়ে যেতে হয়েছিল আজ আবার সেখানেই সে এত সম্মান পাওয়ায় খুশি শিমুল। এরপর এই সিরিয়ালের আগামী পর্বে দেখা যাবে বিসর্জনের সময় সকলে যখন মা দুর্গাকে বরণ করছেন, তখন দূর থেকে দাঁড়িয়ে মাকে দেখে বরণ করতে ইচ্ছা করছে মধুবালার।
কিন্তু বিধবা হওয়ায় তিনি এগোতে পারছিলেন না। তখন শিমুল এসে তাকে সাহস যুগিয়ে ভরসা দেয় সে যদি আজ এগিয়ে গিয়ে মায়ের বরণ করে তাহলে তাকে দেখে আরও অনেকেই এগিয়ে আসবেন। শিমুলের এই কথা শুনে খুশি হয়ে যান মধুবালা।