নিউজশর্ট ডেস্ক: এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত চর্চিত একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। ধারাবাহিকে প্রধান নায়িকা শিমুলের (Shimul) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মানালি মনীষা দে। আর পর্দায় তাঁর স্বামী পরাগের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা জন মুখোপাধ্যায়কে। প্রধান নায়ক-নায়িকা ছাড়াও এই ধারাবাহিকে রয়েছেন একঝাঁক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী।
এই তালিকায় যেমন রয়েছেন শিমুলের পাড়া-প্রতিবেশী বান্ধবী কিংবা ননদ পুতুল তেমনি রয়েছেন তাঁর শ্বাশুড়ি মধুবালা (Madhubala)। ধারাবাহিকে এই মধুবালা চরিত্রে অভিনেত্রী রীতা দত্ত রায়ের তুখোর অভিনয় শুরু থেকেই দারুণ প্রশংসা পাচ্ছে দর্শকমহলে। সিরিয়ালটি যারা নিয়মিত দেখছেন তারা জানেন প্রথম দিকে শিমুলের শ্বাশুড়ি মধুবালাও তার ওপর কম অত্যাচার করেননি। বিয়ে হয়ে আসার পর তিনি তার শ্বশুরবাড়িতে যে ব্যবহার পেয়েছিলেন বৌমা শিমুলের সাথেও ঠিক সেই ব্যবহারই তিনি করতে শুরু করেছিলেন।
কিন্তু সময়ের সাথে সাথে তিনি বুঝতে পেরেছেন নিজের ভুল। আর তাই নিজের দুই কুলাঙ্গার ছেলে পলাশ এবং পরাগের বিরুদ্ধে এখন গর্জে উঠেছেন তিনি। ছেলেদের উচিত শিক্ষা দিতেও এখন তিনি দুবার ভাবেন না। পরাগ যখনই শিমুলের গায়ে হাত তুলতে আসে তখনই মধুবালা ঢাল হয়ে দাঁড়ান তার বৌমার সামনে। শিমুলের শ্বাশুড়ির এই বদল দেখে দারুন খুশি দর্শকরাও।
সম্প্রতি ধারাবাহিকের একটি পর্বে দেখা গিয়েছে শিমুলের শ্বাশুড়ি দুই ছেলের জন্য খাবার রান্না না করে মেয়ে আর বউমাকে নিয়ে খাবার টেবিলে খাবার খেতে বসে গিয়েছেন। মায়ের এই কান্ড দেখে পরাগ আর পলাশ জানতে চায় তাদের না দিয়ে কেন খেতে বসেছে তারা। তখন শিমুলের শ্বাশুড়ি বলেন ‘আমরা তো ভুলেই গিয়েছিলাম যে তোরা খেতিস। ওগো বৌমা কেন এমন ভুল হল বল দেখি?’
উত্তরে শিমুল মনে করিয়ে দিয়ে বলে ‘ওই যে কাল সকাল বেলা ওরা ভুলে গিয়েছিল না চাবি দিতে? তারপর থেকে কেমন যেন ভুলের হাওয়া ছড়িয়ে পড়েছে মা।ওরা যেমন ভুলে গিয়েছিল, আমরাও তেমন ওদের জন্য রান্না করতে ভুলে গিয়েছি।’ মা আর বৌদির এমন কথা শুনে ততক্ষণে হাসতে শুরু করে দিয়েছে পুতুল।
View this post on Instagram
আরো একটি দৃশ্যে দেখা যাচ্ছে শিমুলের শ্বাশুড়ির হঠাৎ এই পরিবর্তন দেখে তার পাড়ার বান্ধবীরা এবং কাকি শ্বাশুড়িও একেবারে অবাক। তবে মধুবালা চরিত্রের এই পরিবর্তন দেখে বেজায় খুশি হয়েছেন দর্শকরা। তাই কেউ লিখেছেন ‘শ্বাশুড়ি বৌমার হয়ে কথা বলছে বেশ ভালো লাগছে। এরকমই যেন থাকে দুজনের মিল।’ আবার কেউ কারও প্রশ্ন ‘শ্বাশুড়ি কবে পাল্টে খেল?’