গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। তবে এ বার বিরাট কোহলীদের হারানো সহজ হবে না বলে মনে করছেন শোয়েব আখতার। অস্ট্রেলিয়ার উইকেটে ভারতকে কী ভাবে হারাতে পারবেন বাবর আজমরা সেই পরামর্শ দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।
অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। সেই মহারণ নিয়ে আখতার বলেন, ‘‘এ বার পাকিস্তানের পক্ষে ভারতকে হারানো সহজ হবে না। কারণ ভারত এ বার অনেক বেশি তৈরি হয়ে মাঠে নামবে।’’
এই পরিস্থিতিতে ভারতকে হারানোর পরামর্শ দিয়েছেন আখতার। তিনি বলেছেন, ‘‘আগে থেকে ম্যাচের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করা যায় না। কিন্তু আমার মনে হয় মেলবোর্নের পিচে পাকিস্তানের উচিত পরে বল করা। তা হলে বোলাররা বেশি সুবিধা পাবে। দ্বিতীয়ার্ধে পিচের বাউন্স বেশি থাকে। সেই সুবিধা নিতে পারবে আমাদের বোলাররা।’’
মেলবোর্নে ভারত-পাকিস্তান ম্যাচে মাঠে অন্তত দেড় লক্ষ দর্শক থাকতে পারেন বলে আশা করছেন আখতার। তিনি বলেছেন, ‘‘এ বার আরও বেশি দর্শক ভারত-পাকিস্তান ম্যাচ দেখবে। প্রায় দেড় লক্ষ দর্শক থাকবেন। দু’দেশই সমান সমর্থন পাবে।’’