‘৭০টা শতরান বাড়ির বাগানে আসেনি’, বিরাট সমালোচকদের খোঁচা পাক পেসারের

দীর্ঘ কয়েক বছর ধরে ব্যাট হাতে সেরকম রান পাচ্ছেন না বিরাট কোহলি। বিরাট কোহলির লাগাতার খারাপ ফর্মের জন্য অনেকেই কোহলির সমালোচনা করেছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব তো খারাপ ফর্মের জন্য কোহলিকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন। একদিকে যেমন অনেকেই কোহলির সমালোচনা করেছেন তেমনি অনেকেই আবার কোহলির পাশেও দাঁড়িয়েছেন। তাদের মধ্যে একজন হলেন পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার শোয়েব আখতার।

এবার বিরাট কোহলীর পাশে দাঁড়ালেন পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার শোয়েব আখতার। দীর্ঘ দিন ধরে রান পাচ্ছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর পাশে দাঁড়িয়ে আখতার বলেন, বিরাটের ৭০টি শতরান বাড়ির বাগানে আসেনি।

এইদিন কোহলিকে সমর্থন করে আখতার বলেন, ” এই মুহূর্তে অনেকেই দেখছি কোহলির বিপক্ষে। বেশ কয়েকজন ভারতীয়ও কোহলিকে দল থেকে বাদ দেওয়ার দাবি তুলছে। এক জন পাকিস্তানি হিসাবে আমি কেন বিরাটের পাশে? ওর ৭০টি শতরান রয়েছে। ওই শতরানগুলো মোবাইল খেলে করেনি বা বাড়ির বাগানে করেনি।”

Avatar

Koushik Dutta

X