বলিউড তথা টলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান গায়িকা হলেন শ্রেয়া ঘোষাল। পরিচালক সঞ্জয় লীলা বনশালির ‘দেবদাস’ ছবিতে গান গেয়েই তিনি গানের জগতে পা রাখেন। প্রথম গানেই তিনি সকলের মন জিতে নিয়েছিলেন। তাঁর গান শোনেননি এমন কেউ নেই। সকলেই তাঁর মিষ্টি সুরের প্রশংসা করেন। এত বছর হয়ে যাবার পরেও বলিউড ও টলিউড দুই জায়গাতেই দাপিয়ে গান গাইছেন তিনি।
কয়েকমাস আগেই তিনি প্রথম পুত্র সন্তানের জন্ম দেন। ছেলেকে নিয়েই তাঁর সময় কেটে যায়। এর সাথে গান নিয়েও ব্যস্ত শ্রেয়া। তিনি সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। বিশেষ করে ইনস্টাগ্রামে। এখানে তিনি প্রায়ই নানা রিল ভিডিও পোস্ট করেন। কখনও আবার ছেলে ও স্বামীর সাথে ছবি দেন, আবার নিজের খালি গলার গান গেয়েও শ্রোতাদের মুগ্ধ করেন তিনি। এইবার ও এমন একটি ভিডিও তিনি শেয়ার করেছেন।
যেই ভিডিওতে গানের পাশাপাশি তাঁকে নাচ করতে দেখা গিয়েছে। সারা আলি খান, অক্ষয় কুমার ও ধানুশ অভিনীত ছবি ‘আতরঙ্গি রে’ ছবির ‘চকাচক’ গান তিনি গেয়েছেন। খুব সম্প্রতি এই ছবি মুক্তি পেতে চলেছে। এই চকাচক গান ইতিমধ্যেই ট্রেন্ডিং সং হয়ে গিয়েছে। সকলের মুখে মুখে চলছে এই গান। এই গানে সারা আলি খান দুর্দান্ত নেচেছেন। আর এইবার নিজের গানের সাথে সাথে নেচেছেন শ্রেয়া।
View this post on Instagram
নিজের নাচের রইল ভিডিও বানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। গানের সাথে সাথে শ্রেয়ার এই নাচের ভিডিও মন জয় করে নিয়েছে অনুরাগীদের। সকলেই তাঁর এই গান ও নাচ দুটোরই প্রশংসা করেছেন।