সামান্থাকে নকল করছে শ্রুতি! মারকাটারি ফিগারে নেচে ট্রোলারদের মোক্ষম জবাব ‘নোয়া’র, ভাইরাল ভিডিও

বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। একের পর এক ধারাবাহিকে তার অভিনয়ের দ্বারা দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। তবে নতুন বছরের শুরুতেই এক রেজোলিউশন নিয়েছেন তিনি। আর সেটা হল- এতদিন ধরে নিন্দুকেরা তার যেসব অপমান করেছেন, সেগুলির মোক্ষম জবাব দেবেন অভিনেত্রী। ‘দেশের মাটি’তে তাঁর অভিনীত চরিত্র নোয়াকে পছন্দ নয় বলে বারবার কটাক্ষ করা হয়েছে শ্রুতিকে। তাঁর গায়ের রং নিয়েও বহুবার খারাপ কথা শুনতে হয়েছে তাঁকে।

যদিও প্রথম থেকেই ট্রোলারদের মোক্ষম জবাব দিয়ে এসেছেন তিনি। কোনোদিন এইসব নিয়ে মাথা ঘামাননি তিনি। বরাবরই স্পষ্টবাদী চরিত্রের শ্রুতি। তিনি সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। প্রায় সবসময় তার জীবনের কিছু না কিছু মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন অভিনেত্রী। মাঝেমধ্যেই তার নাচের নানা ভিডিও তিনি শেয়ার করে থাকেন। এখন সোশ‍্যাল মিডিয়ায় ট্রেন্ডিং সং হল- ‘পুষ্পা’ ছবির হিন্দি ভার্সনের জনপ্রিয় আইটেম গান ‘ও বোলেগা’। এই গানটি হিন্দি ভার্সনে গেয়েছেন কনিকা কাপুর।

আর এবার এই ট্রেন্ডিং গানেই নাচলেন শ্রুতি। রূপোলি সিক‍্যুইনের টপ, কালো শর্ট স্কার্ট ও খোলা চুলে লাস্যময়ী অবতারে হাজির হয়েছেন তিনি। তার এই নিখুঁত শরীরী ভাঁজে কুপোকাত হয়েছেন নেটিজেনরা। আর এই নাচের মাধ্যমেই ট্রোলারদের মোক্ষম জবাব দিয়েছেন অভিনেত্রী। আর এই ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। তার ভক্তরা এই নাচের প্রশংসা করেছেন।

দেখুন এই ভিডিও-

 

View this post on Instagram

 

A post shared by Shruti Das (@shrutidas_real)

Papiya Paul

X