বলিউড,বিনোদন,শ্রুতি হাসান,প্লাস্টিক সার্জারি,গসিপ,Bollywood,Entertainment,Shruti Haasan,Plastic Surgery,Gossip

Moumita

আমার শরীর, আমার মুখ, আমার সিদ্ধান্ত, শরীরে প্লাস্টিক সার্জারি নিয়ে প্রথমবার মুখ খুললেন শ্রুতি হাসান

টলি-বলি তথা দেশের লাখো পুরুষের নয়নের মণি শ্রুতি হাসান। নিজেকে সুন্দর দেখাতে কোনো ত্রুটি রাখতে পছন্দ করেননা তিনি। অপরূপ সৌন্দর্যের অধিকারী এই অভিনেত্রীর নিজের শরীরে এতোটুকুও খুঁত নজরে এলে সেটাকে বদলে ফেলতে মরিয়া তিনি। আর সেই কারণেই বছর দুয়েক আগে নাকের সার্জারি করিয়েছেন তিনি, এমনকি পাতলা ঠোঁটও নিজের পছন্দ মাফিক ভরাট করিয়েছেন তিনি।

   

তবে এই অভিনেত্রীর সবচেয়ে ভালো দিক হলো, তিনি যাই করেন বাকিদের মতো তাতে রাখেননা কোনো রাখঢাক। তার চাঁচাছোলা জবাবে মুখ বন্ধ করতে বাধ্য হয় তাবড় তাবড় সমালোচকরাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই তীব্র ভাষায় অভিনেত্রী জানিয়েছেন, ‘‘কেউ যতই বিখ্যাত হন, অন্য ব্যক্তিকে বিচার করার অবস্থানে তিনি নেই। কখনও এটা ঠিক নয়। আমি মুখে প্লাস্টিক সার্জারি করিয়েছি, এ কথা স্বীকার করতে লজ্জা পাই না। এ নিয়ে আমি খুশি। কিন্তু আমি কি এটা প্রচার করি? না। আমি কি এর বিরুদ্ধে? না। আমি দেহ- মনের গতিবিধির স্বাচ্ছন্দ্য পছন্দ করি।’’

শ্রুতির মতে কুৎসার বদলে ভালোবাসা ছড়ানো উচিত। রোজ একটু একটু করে নিজেরই প্রেমে পড়েন তিনি, আরও বেশি করে নিজেকে ভালোবাসতে লিখেছেন অভিনেত্রী। কারণ তিনি বিশ্বাস করেন প্রতিটি মানুষের জীবনের সবচেয়ে বড়ো প্রেমের গল্পটি তার নিজের সঙ্গেই। আর এই কারণেই তার শরীরে কী কী পরিবর্তন করবেন কি করবেননা সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে তার।

শ্রুতির বক্তব্য, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের শরীরেও নানা পরিবর্তন সামনে আসে। সেগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয় মানুষকে। এগুলি প্রত্যেকটিই খুবই স্বাভাবিক এবং প্রকৃতির নিয়ম। এমতাবস্থায় কেউ যদি নিজেকে আরও বেশি করে ভালোবাসতে চায় সে তার মতো সিদ্ধান্ত নিতেই পারেন। আবার কেউ যদি চায় যেভাবে তিনি জন্মেছেন সেরকমই থাকবেন তাতেও কোনো ভুল নেই। সবটাই মানুষের ব্যক্তিগত ইচ্ছে।