Shubhashree Ganguly

Papiya Paul

কবীর সিং-র মতো রগরগে ছবিতে অভিনয় করতে চাই: শুভশ্রী গাঙ্গুলী

বড়পর্দা (Tollywood) নয় দর্শকদের মন জয় করতে এবার ওটিটি প্ল্যাটফর্মে হাজির শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Shubhashree Ganguly)। চলতি মাসের ৮ তারিখ মুক্তি পেতে চলেছে দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজ। মুখ্য চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় এই অভিনেত্রী। ইন্দুবালার ১৬ বছর থেকে ৭৫ বছরের লড়াইয়ের গল্প ফুটে উঠবে এই ওয়েব সিরিজে।

   

জানা যাচ্ছে, মোট ৮ টি পর্বে সাজানো হয়েছে ইন্দুবালার গল্প। ১৬ বছরের ইন্দুবালার চরিত্রে দেখা যাবে পারিজাত চৌধুরীকে। ২৫ থেকে ৭৫ বছর বয়সে ইন্দুবালার চরিত্রে ধরা দেবেন শুভশ্রী। এপার বাংলা এবং ওপার বাংলা মিলিয়ে তৈরী হচ্ছে এই সিরিজ। জানা যাচ্ছে, ছবিতে ফুটে উঠবে বাংলাদেশের বেশ কিছু চিত্র।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনেত্রীর কথায় , ‘জীবনটাকে এভাবেই দেখতে চেয়েছিলাম। আজকে আমি যে জায়গায় পৌঁছেছি তার জন্য আমি ভগবানের কাছে কৃতজ্ঞ। আমি ঈশ্বরের কাছে কখনও নিজের জন্য কিছুই চাইনি। বড় বড় ছবিতে অভিনয় করতেই হবে তেমনটাও মনে করি না আমি। আমি শুধু মন দিয়ে আমার কাজটা করে যাই’।

পারিশ্রমিক নাকি অ্যাওয়ার্ড কোনটা বেশি দামি? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমাদের কাছে পারিশ্রমিক এবং অ্যাওয়ার্ড দুটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ পারিশ্রমিক না মিললে পেট চলবে না। আর অ্যাওয়ার্ড পেলে অনেক সময় কাজের প্রতি আগ্রহ বাড়ে। তাই সব সময় অ্যাওয়ার্ড এবং রিওয়ার্ড দুটি সমান ভাবে পাওয়া জরুরী’। অভিনেত্রী আরও বলেন, ‘প্রায় ১১ বছর পর এই প্রযোজনার সংস্থার সাথে আবারও কাজ করছি আমি। তবে বর্তমানে অফিসটা বদলে গিয়েছে। একটা সময় ওয়াটার লু স্ট্রীটে অফিস ছিল। কিন্তু বর্তমানে সাদার্ন অ্যাভিনিউয়ে অফিস।

ইন্দুবালা চরিত্রও নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। তাঁর মতে, ‘ভুল করেও যদি এই চরিত্রটা হাতছাড়া করতাম তাহলে এখন আমাকে পস্তাতে হত। কারণ এই চরিত্রে অভিনয় করে আমি ভীষণ আনন্দিত। এরপরই নিজের মনের একটি সুপ্ত বাসনা প্রকাশ করেন অভিনেত্রী, তিনি বলেন, ‘আমি প্রেমের সিনেমায় কাজ করতে চাই। একেবারে কবীর সিং এর মত প্রেমের গল্প থাকতে হবে’।

বর্তমানে স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ চক্রবর্তী পরিচালিত ‘আবার প্রলয়’ ছবির হাত ধরে প্রযোজক হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে চলেছেন এই অভিনেত্রী। নতুন দায়িত্ব সামলালেও সমান তালে তিনি চালিয়ে যাবেন অভিনয়।