নিউজ শর্ট ডেস্ক: বাংলা সিনেমা (Bengali Cinema) জগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অনামিকা সাহা (Anamika Saha)। দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবনে একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। কখনও মায়ের চরিত্রে তো কখনও আবার জাঁদরেল খলনায়িকার ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি।
নব্বইয়ের দশকের অধিকাংশ বাংলা সিনেমায় তাঁর অভিনয় আর গা-জ্বালানো সংলাপ শুনে রাগে গজগজ করতেন দর্শক। বিশেষ করে অনামিকা সাহা অভিনীত সেই ‘বিন্দু মাসি’র (Bindu Mashi) চরিত্রটিকে আজও ভোলেননি দর্শক। তবে এখন তাঁকে সেভাবে আর বড়পর্দায় দেখা যায় না।
ইন্ডাস্ট্রির বর্ষীয়ান এই অভিনেত্রী একসময় খুব ছোট বয়স থেকেই সিনেমায় অভিনয় করতে শুরু করেছিলেন। পর্দায় অভিনয়ের পাশাপাশি শ্রুতি নাটকেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন অভিনেত্রী। জানা যায় মাত্র ১৮-১৯ বছর বয়সেই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন অনামিকা। সেই সময় ইন্ডাস্ট্রির পলিটিক্স সম্পর্কে কোনো ধারণা ছিল না অভিনেত্রীর।
সেই সময় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা তথা চিকিৎসক শুভেন্দু চট্টোপাধ্যায় (Shubhendu Chattopadhyay) অনামিকা সাহা সম্পর্কে এমন এক মন্তব্য করেছিলেন, যা শুনতে খুব কানে লেগেছিল অভিনেত্রীর। কী ছিল সেই বিতর্কিত মন্তব্য?
এপ্রসঙ্গে একটি ইউটিউব চ্য়ানেলে দেওয়া সাক্ষাৎকারে অনামিকা বলেছিলেন, নাম না করেই তাঁকে নাকি অভিনেতা শুভেন্দু বলেছিলেন, ‘এখন ইন্ডাস্ট্রিতে অনেক বেনো জল ঢুকে গিয়েছে। চট্টোপাধ্য়ায়, বন্দ্যোপাধ্যায়দের মাঝে সাহা-রাও এসে গিয়েছে।’ অথচ এই শুভেন্দু চট্টোপাধ্যায়ই পরবর্তীকালে অনামিকা সাহার অভিনয় দেখে প্রশংসা করেছিলেন। ইদানিং এই অভিনেত্রীকে বড়পর্দায় দেখা না গেলেও ছোট পর্দায় একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে।