গতকাল জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত। এই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে ভারতকে ম্যাচ জেতলেন ভারতের তরুণ ব্যাটসম্যান শুভমান গিল। আর এই সেঞ্চুরির মধ্যে দিয়ে একাধিক নজির গড়লেন শুভমান গিল।
প্রথম শতরানের পরেই তিনি ছাপিয়ে গেলেন সচিন তেন্ডুলকর ও রোহিত শর্মাকে। সচিনের ২৪ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন ভারতের এই তরুণ ব্যাটার।
এত দিন পর্যন্ত জিম্বাবোয়েতে এক জন ভারতীয় ক্রিকেটারের করা সর্বোচ্চ রানের নজির ছিল সচিনের দখলে। ১৯৯৮ সালে একটি এক দিনের ম্যাচে ১২৭ রান করেছিলেন তিনি। সেই রেকর্ড ভাঙলেন শুভমন। জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে ৯৭ বলে ১৩০ রান করেছেন তিনি।
এছাড়াও সবচেয়ে কম বয়সী ভারতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার নিরিখে রোহিত শর্মাকে টপকে গেলেন শুভমন গিল।