একটা সময় টলিউড (Tollywood) জগতের পরিচালক বলতে ছিলেন কেবলমাত্রা প্রভাত রায় (Prabhat Roy)। তাঁর পরিচালনায় অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রসেনজিৎ চ্যাটার্জী, ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ নবীন প্রজন্মের একঝাঁক তারকারা। যদিও বর্তমানে আর কেউই মনে রাখেননি এই প্রবীণ পরিচালকের। তাই তাঁর জীবনে রয়েছে কেবলই আক্ষেপ।
একটা সময় টলিউড ইন্ডাস্ট্রিতে চলত কেবলই তাঁর রাজত্ব। দুটি জাতীয় পুরস্কার রয়েছে এই পরিচালকের ঝুলিতে। কিন্তু কয়েকদিন আগে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। আচমকাই তাঁর শরীরে বেড়ে যায় রক্তচাপ। প্রতিবেশীরা খবর দেন পরিচালনা হরনাথ চক্রবর্তীকে। তিনি খবর দেন পরিচালক প্রেমেন্দ্রবিকাশ চাকীকে। তাঁদের উদ্যোগেই অসুস্থ পরিচালক প্রভাত রায়কে ভর্তি করা হয় হাসপাতালে। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় দক্ষিণ কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্ষিয়ান পরিচালক।
পরিচালকের অসুস্থতার কথা জানতে পেরেই তড়িঘড়ি হাসপাতালে ছুটে এলেন প্রবীণ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। অভিনেতার সঙ্গে সাক্ষাতের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন পরিচালক। যদিও বর্তমানে কলকাতা থেকে অনেকটাই দূরে থাকেন ‘লাঠি’ সিনেমার অভিনেতা। তবে প্রভাস রায়ের অসুস্থতার কথা শুনে তিনি কিছুতেই নিজেকে ধরে রাখতে পারেননি। তড়িঘড়ি ছুটে এসেছেন হাসপাতালে।
২০২২ সালের মাঝামাঝি সময়ে জীবনসঙ্গিনীকে হারিয়েছিলেন প্রবীণ পরিচালক। তারপর থেকে একই জীবন কাটাচ্ছেন তিনি। নিজের বলতে কেউই নেই তাঁর। স্ত্রী জয়শ্রীকে হারিয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছেন অভিনেতা। ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লম্বা চওড়া একটি পোস্ট করে তিনি লেখেন, ‘উঠতি অভিনেতা-অভিনেত্রীদের আমি কাজ দিয়েছি। সেই তালিকায় রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা, টোটা থেকে শুরু করে শুভশ্রী, সায়ন্তিকা। তার মধ্যে মাত্র তিনজন আমাকে মনে রেখেছে’।
পরিচালকের স্ত্রীর প্রয়ানের পর তাঁর সাথে দেখা করতে গিয়েছিলেন ঋতুপর্ণা, টোটা। ফোনে খবর নিয়েছিলেন সায়ন্তিকা। কিন্তু আর কেউই পাশে দাঁড়ায়নি তাঁর। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যাবেন বলেও যাননি। আর এবারেও ঘটল সেই একই ঘটনা। পরিচালক অসুস্থ জেনেও তাঁর সাথে দেখাই করতে গেলেন না টলিউডের তারকারা।