নিউজ শর্ট ডেস্ক: এবার পাহাড়প্রেমী পর্যটকদের জন্য এল এক বিরাট সুখবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই এবার শিলান্যাস হল সিকিমের (Sikkim) প্রথম রেল স্টেশনের (First Rail Station)। পর্যটকদের সফর আরও সহজ করে তুলতেই এবার রংপোতে (Rangpo) গড়ে তোলা হবে একটি নতুন রেল স্টেশন। তাই এবার সিকিম ঘুরতে যাওয়া আরও সহজ হতে চলেছে।
যার ফলে যাচ্ছে এবার থেকে আর নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে সিকিম যাওয়ার জন্য গাড়ি ধরতে হবে না। সোজা ট্রেনেই পৌঁছে যাওয়া যাবে রংপোতে। তাই আগামীদিনে এই স্টেশন নির্মাণ সম্পন্ন হলে রেলপথে সিকিমের মতো জনপ্রিয় পর্যটন স্থানে যাতায়াত সহজ হবে।
প্রসঙ্গত সিকিম যাওয়ার জন্য এতদিন পর্যন্ত পর্যটকদের একমাত্র ভরসা ছিল সড়ক এবং বিমানপথের উপরেই। তবে এবার সেসব অতীত এবার থেকে ট্রেনেও সিকিম পাড়ি দিতে পারবেন ভ্রমণপিপাসুরা। সিকিমের বাসিন্দারাও এবার থেকে ট্রেনে যাতায়াত করার সুযোগ পাবেন।
সম্প্রতি এপ্রসঙ্গে আলিপুরদুয়ারের ডেপুটি রেলওয়ে ম্যানেজার অমরজিৎ আগরওয়াল জানিয়েছেন, ‘সিকিমের রংপো পর্যটকদের কাছে তো বটেই সেনাদের জন্যও গুরুত্বপূর্ণ একটি স্পট। এর আগে সিকিমেও কোনও রেলপথ ছিল না। তিনটি ধাপে রাজ্যের সরকার এই প্রজেক্টে মান্যতা দিয়েছে। প্রথম ধাপে সেবক থেকে রংপো পর্যন্ত রেল প্রজেক্ট। দ্বিতীয় ধাপে রংপো থেকে গ্যাংটক পর্যন্ত রেলপথ এবং শেষ ধাপে গ্যাংটক থেকে নাথু লা পর্যন্ত রেললাইন।’
আরও পড়ুন: একবার গেলে আর ফিরতে মন চাইবে না! পোস্ট কার্ডের মতোই সুন্দর এই সাউথের এই ৯ হিল স্টেশন
জানা যাচ্ছে চলতি বছরেই অর্থাৎ ২০২৪ সালের মধ্যেই এই রেলপথ নির্মাণের ডেডলাইন দেওয়া হয়েছে। তবে এবার সেই মেয়াদ বাড়িয়ে ২০২৫ সাল পর্যন্ত করা হয়েছে। বন্যা, হড়পা বান, ধসের মতো প্রাকৃতিক দুর্যোগের জেরে সিকিমের রেলপথ নির্মাণের কাজ কিছুটা হলেও ব্যাহত হয়েছে।