নিউজশর্ট ডেস্কঃ গরম আর গরমের ছুটি পড়তেই বাঙালির প্রধান গন্তব্য পাহাড়। কেউ দার্জিলিং, কেউ শিলিগুড়ি (Siliguri) তো বাকিরা সিক্কিমের মত পাহাড়ি গ্রামে ঘুরতে চলে গিয়েছেন। তবে ভ্রমণের সময় পকেটেরও খেয়াল রাখতে হয়। তাই আজ আপনাদের জন্য মাত্র ১০০ টাকায় ঘোরা যাবে এমন তিনটি দুর্দান্ত সুন্দর জায়গার খোঁজ নিয়ে হাজির আমরা। চলুন ঝটপট দেখে জেওয়া যাক জলের ধরে সারাজীবন মনে রাখার মত কি কি দেখতে পাবেন শিলিগুড়িতে?
আপনি যদি শিলিগুড়িতে ভালো দর্শনীয় স্থান খোঁজেন তাও আবার বাজেটের মধ্যে তাহলে তিনটি জায়গা রয়েছে যেগুলো ঘোরা একেবারে মাস্ট! তবে এর আগে আপনাদের শিলিগুড়ি পৌঁছাতে হবে। এর জন্য উত্তরবংগামী যে কোনো ট্রেনে উঠে পড়ুন আর নেমে পড়ুন শিলিগুড়ি স্টেশনে। সেখান থেকে কোথায়? চলুন জেনে নেওয়া যাক।
টয় ট্রেন রাইড (Toy Train Ride)
পাহাড়ে ঘুরতেই যাওয়াটাই একপ্রকার বৃথা যদি আপনি টয় ট্রেনে না চাপেন। সাধারণ ট্রেনের থেকে একেবারেই আলাদা টয় ট্রেনে চেপে পাহাড়ি সবুজ সৌন্দর্য্য দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা। কয়েক ঘন্টার সফর যে কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। তবে সেই স্মৃতি মনে গেঁথে থাকবে আজীবন। শিলিগুড়ি থেকে রংটংয়ের টয়ট্রেনে যাত্রার খরচ খুবই সামান্য তবে সেই ৩ ঘন্টার যাত্রা একেবারেই মিস করার মত না।
গজলডোবা বেঙ্গল সাফারি পার্ক (Bengal Safari Park)
শিলিগুড়ি থেকে ১১ কিলোমিটারের মধ্যেই রয়েছে গজলডোবা বেঙ্গল সাফারি পার্ক। ফ্যামিলি নিয়ে কিংবা প্রিয়জনের সাথে বন্যপ্রাণী দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এখানে। বেঙ্গল সাফারি পার্কের প্রবেশ মূল্য মাত্র ৫০ টাকা। তবে আপনি যদি সাফারি প্যাকেজ বুকিং করেন তাহলে বিভিন্ন আলাদা আলাদা দামের প্যাক রয়েছে, সেটা সেখানে গিয়েই বুক করতে পারবেন।
ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক (Dreamland Amusement Park)
শিলিগুড়ি স্টেশন থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরেই রয়েছে ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। যে কোনো ভাড়া গাড়ি বা বসে করে ৩০ মিনিটেই সেখানে পৌঁছে যেতে পারেন। তারপর ১০০ টাকারও কমে পার্কে প্রবেশ করতে পারবেন। এছাড়াও পার্কে একাধিক জয়রাইড থেকে বোটিং ফেসিলিটি আছে সেগুলোও করতে পারেন। তবে প্রতিটি রাইডের আলাদা চার্জ লাগবে।