জি বাংলা,সা রে গা মা পা,রিয়েলিটি শো,জোজো মুখার্জী,ট্রোলিং,ভাইরাল ভিডিও,Zee Bangla,Sa re ga ma pa,Reality Show,Jojo Mukherjee,Trolling,Viral Video

Moumita

‘গুরু নিজেই বেসুরো’, সারেগামাপা’-র মঞ্চে গান গেয়ে চরম ট্রোলের শিকার গায়িকা জোজো

শুরু হয়েছে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’। জি বাংলার এই রিয়েলিটি শো’তে মেন্টরের ভূমিকায় দেখা যাচ্ছে জোজো মুখার্জী। প্রতিযোগীদের সাথে তিনিও মাঝে মধ্যে একটা আধটা গান গেয়ে থাকেন। আর সেখানেই হয়েছে যত বিপত্তি‌। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে চরম ট্রোল।

   

আজকের দিনে দাঁড়িয়ে আট থেকে আশি সকলের হাতেই রয়েছে স্মার্টফোন। আর সেই সুবাদে সেলিব্রেটিরাও হয়ে গেছে সহজলভ্য। তাদের বিন্দুমাত্র খুঁত পেলেই শুরু হচ্ছে ট্রোলিং। আর এবার এই ট্রোলিংয়ের সম্মুখীন হলেন জোজো মুখার্জী। এই মুহূর্তে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’এর মেন্টর তথা শিক্ষাগুরু তিনি। নিত্যদিনই শো’য়ের নানা ছবি ফেসবুকে পোস্ট করেছেন গায়িকা। সাথে শেয়ার করছেন গানের ভিডিয়ো ক্লিপ। আর সেই ভিডিও নিয়েই শোরগোল!

ভিডিও দেখে নেটনাগরিকদের মতামত, নিজেই গান গাইতে জানে না জোজো তো তিনি কী শেখাবেন প্রতিযোগীদের। কেউ বা বলেছে, ‘গান গাওয়ার নামে চিৎকার হচ্ছে’, তো আবার কেউ লিখেছে, ‘গুরু নিজেই বেসুরো’। নেটিজেনদের কটাক্ষ, জোজোর গলায় নাকি সুর নেই। তো কেউ বলেছেন, সুরে গাইতেই পারে না, সে আবার গুরু হয়েছে!

তবে এসব শুনে মুখ বুজে থাকার পাত্রী জোজো নন। সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের কুরুচিকর মন্তব্যের পাল্টা জবাব দিয়ে জোজো লিখেন, ‘সারেগামাপা এর মঞ্চে আমার গান নিয়ে যারা কুরুচিকর মন্তব্য করছেন তাদের জন্য বলছি, আমার এখন সত্যি এ সমস্ত কথায় মন ভাঙে না। বরং নিজের কাজটাকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার জন্য সাহস পাই। আপনারা খুব ভালো থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুক।’

প্রসঙ্গত জি বাংলা ‘সা রে গা মা পা’ অনুষ্ঠানের বিচারকের আসনে দেখা যাবে মহাগুরু পণ্ডিত অজয় চক্রবর্তী, শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য ও রিচা শর্মা। সঞ্চালকের ভূমিকায় রয়েছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়।