SIP Vs Lumpsum

anita

SIP Vs Lumpsum: SIP নাকি Lumpsum কোনটি বেশি লাভজনক? সঠিক তথ্য জানলে আজই বিনিয়োগ শুরু করবেন

নিউজ শর্ট ডেস্ক: এসআইপি (SIP) নাকি একক বিনিয়োগ (Lumpsum) কোনটিতে বিনিয়োগ করা বেশি লাভ জনক? টাকা বিনিয়োগ করার আগেই জানুন এই গুরুত্বপূর্ণ তথ্য। এসআইপি হোক কিংবা Lumpsum অর্থাৎ থোক টাকা যে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিনিয়োগযোগ্য অর্থ উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া। তবে মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) উভয় ক্ষেত্রেই টাকা বিনিয়োগের নিজস্ব কিছু সুবিধা এবং অসুবিধা দুই’ই আছে।

   

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার ক্ষেত্রে, আপনার কাছে  (SIP) বিনিয়োগ এবং Lumpsum বিনিয়োগের বিকল্প রয়েছে। Lumpsum বিনিয়োগে কেবলমাত্র পছন্দের মিউচুয়াল ফান্ড স্কিমে থোক টাকা বিনিয়োগ করা যায়। অন্যদিকে SIP তে মিউচুয়াল ফান্ড স্কিমে একটি নির্দিষ্ট পরিমাণে নিয়মিত অর্থ বিনিয়োগ পদ্ধতি।

SIP-তে প্রত্যেক মাসে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়। তবে SIP হোক এবং Lumpsum বিনিয়োগ উভয়েরই কিছু নিজস্ব সুবিধা রয়েছে। এখানে বলে রাখি উভয় বিনিয়োগের অর্থ মিউচুয়াল ফান্ড স্কিমেই  যায়। তাই উভয় ক্ষেত্রেই মিউচুয়াল ফান্ড বিনিয়োগের সমস্ত সুবিধা পাওয়া যাবে।  যার মধ্যে অন্যতম ঝুঁকির বৈচিত্র্য, পেশাদার ব্যবস্থাপনা, স্কেল অর্থনীতি, বিশেষজ্ঞ স্টক নির্বাচন, বাজারে অংশগ্রহণের ক্ষমতা, উচ্চতর এবং ভাল রিটার্নের সম্ভাবনা ইত্যাদি।

এসআইপি,SIP,একক বিনিয়োগ,Lumpsum,মিউচুয়াল ফান্ড,Mutual Fund,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

Lumpsum থেকে SIP আলাদা কেন??

আসলে উভয় বিনিয়োগের মধ্যেই পার্থক্য রয়েছে পদ্ধতি এবং ফ্রিকোয়েন্সিতে। এই পার্থক্য গুলি বেশ সূক্ষ্ম। Lumpsum বিনিয়োগে, সম্পূর্ণ পরিমাণ ধনরাশি মিউচুয়াল ফান্ড স্কিমে একবারে এবং একটি নির্দিষ্ট NAV-তে বিনিয়োগ করা হয়। এই ক্ষেত্রে, বাজারের যে স্তরে বিনিয়োগ করা হয় তা চূড়ান্ত আয়ের উপর কিছুটা প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, SIP বিনিয়োগ বাজার স্তরের উপর নির্ভরশীল নয়। এক্ষেত্রে SIP-র কিস্তির উপর গ্রাহকদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। যেহেতু SIP একটি নির্দিষ্ট তারিখ এবং নির্দিষ্ট বিনিয়োগের  উপর ভিত্তি করে নির্দিষ্ট সময়ের মধ্যে ছড়িয়ে থাকে, তাই SIP-তে বিনিয়োগের সাথে বাজার সময়ের কোন সম্পর্ক নেই।

আরও পড়ুন: আধারের পর এবার KYC নিয়ে বড় আপডেট! নতুন নিয়ম না মানলেই হবে বিরাট ক্ষতি

এসআইপি-তে,টাকা মাসিক, সাপ্তাহিক ইত্যাদির মতো পর্যায়ক্রমে বিনিয়োগ করা হয়। তবে  একক বিনিয়োগের ক্ষেত্রে স্থির ক্রয় NAV থাকে এবং বাজার পতন এর উপর কোন প্রভাব ফেলে না। এছাড়াও SBI সিকিউরিটিজের মতে, আরও দুটি কারণে Lumpsum বিনিয়োগ থেকে SIP বিনিয়োগ আলাদাহয়ে থাকে। প্রথমত, এসআইপি  দ্রুত সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। যা দীর্ঘমেয়াদে সম্পদ সৃষ্টির ভিত্তি তৈরি করে।  দ্বিতীয়ত, বেশিরভাগ মানুষেরই বেতন কিংবা কমিশনের জন্য SIP-তে বিনিয়োগ করা বেশি সুবিধাজনক হয়ে থাকে।

এসআইপি,SIP,একক বিনিয়োগ,Lumpsum,মিউচুয়াল ফান্ড,Mutual Fund,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

বিনিয়োগের সিদ্ধান্ত কিভাবে নেবেন ?

তবে SIP নাকি Lumpsum কোথায় বিনিয়োগ করা হবে তার কোন কঠোর নিয়ম নেই,এক্ষত্রে যে যার পছন্দ মতো যেটা তার নিজের জন্য উপযুক্ত বলে মনে করবেন  সেখানে বিনিয়োগ করতে পারেন। তবে কারও  আয়ের প্রবাহ পর্যায়ক্রমিক এবং স্থিতিশীল হয়, তাহলে তার জন্য  SIP -তে বিনিয়োগ করাই সঠিক সিদ্ধান্ত হবে। অন্যদিকে,কারও আয়ের উৎস যদি অনিয়মিত হয়, তাহলে তাঁর জন্য Lumpsum বিনিয়োগ করাই উচিত হবে। এখানে বলে রাখি উভয় বিনিয়োগেরই  নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে, তাই দুটির তুলনা করা অনুচিত।