কেবলমাত্র বলিউড নয়। গোটা ভারতবর্ষের কাছে সংগীত জগতের এক জনপ্রিয় নাম অরিজিৎ সিং। তাঁর গানে মুগ্ধ ৮ থেকে ৮০ সকলেই। তবে জানেন কি? তাঁর পরিবারে রয়েছে আরও এক রত্ন। অরিজিৎ সিং-এর মতোই সুগায়িকা তাঁর বোন অমৃতা সিং মজুমদার।
সম্প্রতি ইন্দ্রদীপ দাশগুপ্তের ‘বিসমিল্লাহ’ ছবিতে গান গেয়েছেন অরিজিৎ সিং-এর বোন। এমনকি ‘গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ডের’ মঞ্চে দাদার পাশেই দেখা গেছে বোন অমৃতাকে। যদিও বছর চারেক আগে বাংলা প্লেব্যাক দুনিয়ায় পা দিয়েছিলেন অমৃতা। অরিন্দমের হাত ধরেই বাংলা প্লেব্যাক জগতে এসেছিলেন তিনি।
অনেকের মনেই প্রশ্ন উঠেছে, দাদা অরিজিৎ সিং-এর জনপ্রিয়তা কি অমৃতার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এই প্রশ্নের উত্তর এবার নিজেই দিলেন অমৃতা। এক সাক্ষাৎকারে তিনি জানান,” দাদার সুপারিশে কখনই কাজ করিনি। আমি তেমনটা চাইও না। নিজের যোগ্যতায় মিউজিক ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে চাই। এমনকী কোনওদিন কোনও মিউজিক ডিরেক্টরের সামনে বোনকে কাজ দেওয়ার কথা বলেননি অরিজিৎ”।
তবে অরিজিৎ সিংয়ের বোন হওয়ায় কিছু সুবিধা তিনি পান। সে কথা স্বীকার করেছেন গায়িকা। তাঁর কথায়, “কিছু সুবিধা তো রয়েছে। কৌশিকী চক্রবর্তীর মতো শিল্পীর বাড়িতে গিয়ে তালিম নেওয়ার। দাদার জন্য গুণী মানুষদের সঙ্গ পেয়েছি। আর বাড়তি সুবিধা বলতে দাদার মতো কষ্ট আমাকে করতে হয়নি, আমার পথ অনেকটা মসৃণ।”