Sitaram Jindal Foundation Scholarship 2024 Eligibility Criteria and Application Process

১২০০০ ছাত্রছাত্রীরা পাবে ৫০,০০০ টাকা! এভাবে আবেদন করুন সীতারাম জিন্দাল স্কলারশিপে

নিউজশর্ট ডেস্কঃ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য সুখবর। ৫০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ দেবে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন (Sitaram Jindal Foundation)। এমনিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের একাধিক স্কলারশিপ প্রকল্প রয়েছে। তবে মেধাবী পড়ুয়াদের অর্থের অভাবে যাতে শিক্ষা কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয় তার জন্য এখদিক প্রাইভেট সংস্থার তরফ থেকেও বৃত্তি দেওয়া হয়ে থাকে। এমনই একটি আর্থিক বৃত্তি হল সীতারাম জিন্দাল স্কলারস্যিপ। কি কি যোগ্যতা লাগবে? কারা ও কিভাবে আবেদন করতে পারবে? বিস্তারিত রইল আজকের প্রতিবেদনে।

সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২৪ (Sitaram Jindal Scholarship 2024)

বেঙ্গালুরুর একটি ট্রাস্ট হল সীতারাম জিন্দাল ফাউন্ডেশন। যেটা প্রতিবছর ১২ হাজারেরও বেশি ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রদান করে থাকে। তবে কোর্সের ভিত্তিতে টাকার অঙ্কটা আলাদা হতে পারে। একাদশ ও দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে স্নাতক স্তর বা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে।

আবেদনের জন্য যোগ্যতাঃ

যারা এই স্কলারশিপে আবেদন করতে চাও তাদের কিছু নূন্যতম যোগ্যতা থাকতে হবে। সেগুলি নিচে জানানো হলঃ

  • প্রথমেই আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।
  • প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক পাশ করে একাদ্বশ শ্রেণিতে ভর্তি হয়ে থাকতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক যায় ২ লক্ষ টাকার কম হতে হবে।
  • আবেদনকারী পড়ুয়ার ছাত্র হলে শেষ পরীক্ষায় নূন্যতম ৬৫% নাম্বার থাকতে হবে। আর যদি ছাত্রী হয় তাহলে ৬০% নাম্বার পেয়ে থাকতে হবে।

সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদনের পদ্ধতিঃ

  1. এই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে (নিচে লিংক দেওয়া আছে) চলে যেতে হবে।
  2. এরপর সেখানে ডান দিকে থাকা ‘Apply for Scholarship’ এ ক্লিক করতে হবে। তারপর ‘Download Application & Annexures’ এ ক্লিক করলেই ফর্মটি দেখতে পাওয়া যাবে।
  3. এই ফর্মটিকে ডাউনলোড করে সঠিক তথ্য দিয়ে পূরণ করে হবে।
  4. ফর্ম পূরণ কার হয়ে গেল স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে দিয়ে Attested করিয়ে নিতে হবে। একইসাথে প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স রেডি করতে হবে।
  5. এবার সবটা একটা খামে ভরে স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস

  • মাধ্যমিকের অ্যাডমিট  কার্ড
  • শেষ পরীক্ষার রেজালট
  • পরিবারের আয়ের শংসাপত্র
  • নতুন কোর্স ভর্তির প্রমাণ বা পেমেন্টের রশিদ
  • যদি হোস্টেলে থাকা হয় তাহলে হোস্টেল ওয়ার্ডেনের বা বাড়ি মালিকের শংসাপত্র
  • শারীরিক অক্ষমতা থাকলে ডিসেবিলিটি সার্টিফিকেট
  • জাতিগত শংসাপত্র

আরও পড়ুনঃ পড়াশোনা শেষেই চাকরি! বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেবে সরকার, দেখুন আবেদন পদ্ধতি

চিঠি পাঠানোর ঠিকানাঃ The Trustee, Sitaram Jindal Foundation, Jindal Nagar, Tumkur Road, Bengaluru 560073

আবেনদের অফিসিয়াল ওয়েবসাইট >> Official Website

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X