Smartphone

Papiya Paul

Smartphone: দেখতে OnePlus-র মত, Oppo নিয়ে আসছে 12 জিবি র‌্যামের নতুন স্মার্টফোন

নিউজশর্ট ডেস্কঃ আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই মার্কেটে নতুন স্মার্টফোনের ঘোষনা করতে চলেছে Oppo। এই নতুন মডেলের নাম হবে Oppo K12। মনে করা হচ্ছে এটি OnePlus Nord CE 4 ফোনের রিব্যাজড সংস্করণ হিসেবে মার্কেটে আসতে চলেছে। গিকবেঞ্চের লিস্ট থেকে জানা গিয়েছে এই নতুন মডেলটি PJR110 মডেল নম্বর হতে পারে।

   

এই ফোনে একটি অক্টা-কোর চিপসেট ব্যবহার করা হবে বলেও জানা গিয়েছে। এই প্রসেসর-এর কোডনেম ‘ক্রো’ এবং এটি এড্রেন 720 জিপিইউ সমর্থন করবে বলেও জানা গিয়েছে। এছাড়া কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 এসওসি থাকবে। এর পাশাপাশি বিভিন্ন তথ্য থেকে জানা গিয়েছে এই স্মার্টফোনটি 12 জিবি র‌্যামের সঙ্গে লঞ্চ হবে।

এছাড়াও একাধিক র‍্যাম ও স্টোরেজ ভেরিয়ান্ট থাকবে। অপারেটিং সিস্টেম হিসেবে এন্ড্রয়েড 14 ভিত্তিক কালার ওএস থাকতে পারে। ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে যে এই স্মার্টফোনটির ডিজাইন OnePlus Nord CE 4 মডেলের প্রায় অনুরূপ ডিজাইন হতে পারে।

আরও পড়ুন: Online Payment: বদলে গেল Phone Pe, G Pay-র নিয়ম! RBI-র নিয়মে অনেক সুবিধা হবে গ্রাহকদের

এছাড়া মনে করা হচ্ছে, এই ফোন 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে সহ আসবে, যা প্রায় 1.5কে রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এছাড়া এই ফোন সম্পর্কে আর বিস্তারিত কিছু জানা যায়নি। আর এই ফোনের দাম সম্পর্কেও কিছু জানা যায়নি।