জি টিভিতে শুরু হয়েছে সারেগামাপা 2021। আর এবার সারেগামাপায় বাংলা থেকে পাঁচ জন প্রতিযোগী জায়গা করে নিয়েছেন মূল মঞ্চে। জায়গা করে নিয়েছেন জি বাংলা সারেগামাপা এর রানার্স আপ স্নিগ্ধজিৎ। এছাড়াও রয়েছেন অনন্যা চক্রবর্তী, কিঞ্জল, নীলাঞ্জনা এবং দীপায়নও।
তবে এবার সারেগামাপা’র মঞ্চ কাঁপাচ্ছেন বাংলার স্নিগ্ধজিৎ। অডিশনেই বিচারকদের মন জয় করে নিয়েছেন তিনি। এমনকি অডিশন রাউন্ডেই তিনি বিচারক বিশাল দাদলানির থেকে প্লেব্যাক করার অফারও পেয়েছেন। স্নিগ্ধজিৎ জানিয়েছেন, হিন্দি সারেগামাপা সম্পর্কে তার খুব একটা ধারণা ছিল না। লকডাউনে স্টেজ প্রোগ্রাম কম হচ্ছিল, তাই অডিশনের খবর পেয়ে তিনি মুম্বাই চলে যান। আর সেখান থেকে তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে।
এইদিন সারেগামাপার মঞ্চে ‘অন্তিমঃ দা ফাইনাল ট্রুথ’ সিনেমার প্রমোশন করতে এসেছিলেন বলিউডের ভাইজান সালমান খান। সঙ্গে ছিলেন আয়ুস এবং ছবির নায়িকা মহিমা মাকওয়ানা। আর এদের সামনেই দুর্দান্ত গান গেয়ে মঞ্চ মাতিয়ে তুললেন স্নিগ্ধজিৎ।
https://www.instagram.com/tv/CWx4sw4Fqyq/?utm_medium=copy_link
সলমনের জনপ্রিয় সিনেমা ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’র সুপার হিট গান ‘ও হো জানে জানা’ গাইতে শোনা গেল স্নিগ্ধজিৎকে। এই গান শুনে সারেগামাপা সেটে থাকা সকলেই মাতোয়ারা হয়ে ওঠেন। স্নিগ্ধজিৎ এর গানের তালে নাচতে শুরু করেন বিচারকরাও। এমনকি স্নিগ্ধজিতের গান শুনে এতটাই খুশি হয়েছেন যে তার সঙ্গে গলা মেলাতেও দেখা গেল সলমন খানকে। সেইসঙ্গে স্নিগ্ধজিৎকে বারবার ‘অপূর্ব’ বলতে শোনা গেল সলমন খানকে। স্নিগ্ধজিতের গানের প্রশংসা করে মহিমা মাকওয়ানা বলে ওঠেন, ‘স্টেজে আগুন লাগিয়ে দিয়েছ’।