Solar Ac will Cool down homes in summer withour hassle of high electricity bills

লাইফ হবে ঝিঙ্গালালা, ফ্রীতেই AC চলবে সারা দিন! গরম থেকে বাঁচতে আজই লাগান এই সোলার এসি

নিউজশর্ট ডেস্ক: যে হারে প্রতিদিন গরম (Summer) বাড়ছে তাতে ওষ্ঠাগত প্রাণ বাঙালির। গ্রাম থেকে শহর সর্বত্রই তাপমাত্রা পেরিয়েছে ৪০ এর কোটা। এমনকি ৫০-৫২ ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছে উষ্ণতার পারদ। এই তীব্র গরম থেকে বাঁচতে ফ্যান নয়, একমাত্র উপায় এসি (AC) এমনটাই মত সাধারণ মানুষের। কিন্তু তাতেও জ্বালা, ঘর ঠান্ডা হলেও মাসের শেষে জুটছে আকাশ ছোঁয়া ইলেকট্রিক বিলের (Electric Bill) ছ্যাঁকা।

আসলে সিলিং ফ্যান বা টেবিল ফ্যানের তুলনায় অনেকটাই বেশি ইলেকট্রিক খরচ করে। তাই এসি না নিলে যেমন গরমে বাঁচা দায় তেমনি এসি লাগলেও মাথায় হাত পড়ছে সাধারণ মানুষের। তবে এই সমস্যা থেকেও মুক্তি পাওয়া যেতে পারে। সারাদিন এসি চালালেও একটাকাও বিল আসবে না। ভাবছেন কিভাবে? উত্তর জল সোলার এসি। আজ আপনাদের এই সোলার এসি (Solar AC) সম্পর্কেই জানাবো

নাম থেকেই বোঝা যাচ্ছে সোলার পাওয়ারে চলবে এই এসি। একবার এই AC লাগিয়ে নিতে পারলে ঘরও ঠান্ডা হবে আর পকেটেও টান পড়বে না। কিন্তু কোথাও পাওয়া যাবে এই এসি? কি কি ফিচার্স থাকবে আর লাগাতে খরচই বা কত? সবটা জেনে নিন আজকের প্রতিবেদনে।

Install Solar AC this summer to reduce electric bills
install solar ac this summer to reduce electric bills

আরও পড়ুনঃ মাসের শুরুতেই লক্ষীলাভ! ফিক্সড ডিপোজিটে চোখ ধাঁধানো সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক

সোলার এসি (Solar AC)

বাজারে নামিদামি হরেকরকম কোম্পানির এসি থাকলেও সোলার এসির প্রস্তুতকারক কোম্পানি খুব বেশি নেই। বর্তমানে Nexus Solar Energy কোম্পানি সৌরশক্তি চালিত এসি বিক্রি করে। সেখান থেকেই আর পাঁচটা সাধারণ এসির মত দামে সোলার এসি কিনে নিতে পারেন। এছাড়াও হায়ার কোম্পানির তরফ থেকেও শীঘ্রই সোলার এসি লঞ্চ করার পরিকল্পনা রয়েছে।

সোলার এসির ফিচার্স ও দাম 

আপনি যদি সোলার এসি কিনতে চান তাহলে Nexus Solar Energy এর উইন্ডো বা স্প্লিট যেকোনো মডেল বেছে নিতে পারেন। এই এসি যেমন ঠান্ডা হাওয়া দেবে তেমনি বেশ কিছু ফিচার্স ও থাকবে। যেমন হাওয়া যাতে বিশুদ্ধ হয় তার জন্য থাকছে মাল্টি লেয়ার ফিল্টার। একইসাথে AI অ্যাসিস্ট্যান্ট থাকবে।

এসির ক্ষমতা ও মডেল অনুযায়ী দাম আলাদা হয়। তবে উইন্ডো এসি ৩৪,৫৪৬ টাকা থেকে শুরু ও স্প্লিট এসি ৩৫,৭১৮ টাকা থেকে শুরু। স্প্লিট এসির ক্ষেত্রে ১ টনের দাম ৩৫,৭১৮ ও ২ টনের দাম ৪১,৮১২ টাকা। তবে এই সোলার এসি বাড়িতে লাগানোর আগে এটি চালানোর জন্য সক্ষম সোলার প্যানেল ও ব্যাটারি লাগাতে হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X