নিউজশর্ট ডেস্কঃ হাতে অল্প সময় পেলেই এদিক-সেদিক ঘুরতে বেরিয়ে পড়েন ভ্রমণপ্রিয় বাঙালিরা। অনেকেই শুধুমাত্র রাজ্য ও কিংবা দেশ ভ্রমণের পাশাপাশি বিদেশেও ভ্রমণ করেন। এমনকি এই বর্তমান সময়ে বিদেশে ভ্রমণকারী পর্যটকদের সংখ্যা ক্রমশ বাড়ছে। তবে বিদেশে ভ্রমণ করতে গেলেই শুধু হয় না পর্যটকদের নিরাপত্তার কথাও ভাবা দরকার। এই পৃথিবীতে এমন অনেক দেশ হয়েছে যেখানকার পরিস্থিতি এতটাই উদ্বিগ্ন যেখানে সেই দেশের মানুষরাই নিরাপদ নন আর পর্যটকদের কথা তো ধরাছোঁয়ার বাইরে।
তাই যখনই বাইরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করবেন অবশ্যই সেই জায়গা আদৌ নিরাপদ কিনা তা নিশ্চিত করে নেবেন। বর্তমান সময়ে দাঁড়িয়েও বহু দেশ অপহরণ, বিভিন্ন শাস্তিমূলক অপরাধ ইত্যাদি নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। আর তাই মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছে যেখানে পর্যটন কেন্দ্র হিসেবে অসুরক্ষিত দেশের নাম রয়েছে। আজকের এই প্রতিবেদনে এই দেশগুলোর সম্পর্কেই আপনাদেরকে জানাবো।
১) ভেনেজুয়েলা: এটি এমন একটি দেশ যেখানে এখনো অপরাধমূলক কাজ ক্রমাগত হয়েই চলেছে। এই দেশে যাওয়া মানেই নিজের প্রাণ হাতে নিয়ে যাওয়া। তাই ভেনেজুয়েলাতে যাওয়া ঠিক নয় বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
আরও পড়ুন: Government Scheme: নিজেকে প্রতিষ্ঠিত করতে টাকা দেবে সরকার! শুধু করতে হবে এই সামান্য কাজ!
২) ইরাক: সন্ত্রাসবাদ এবং অপহরণের ক্রমাগত কারণের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের তরফ থেকে ইরাক ভ্রমণ করতে নিষেধাজ্ঞা জারি করেছে। এই দেশের অস্ত্রের পরিস্থিতি দেশের পর্যটনকে ধ্বংস করে দিচ্ছে।
৩) সোমালিয়া: এই দেশ ও নানারকমের অপরাধমূলক কাজ ও সন্ত্রাসের ঘটনায় জর্জরিত রয়েছে। তাই পর্যটকদের জন্য অত্যন্ত বিপজ্জনক জায়গা এই সোমালিয়া।
৪) হাইতি: বিশ্বের সবচেয়ে বিপদজনক দেশ হিসেবে পরিচিত আছে এই হাইতি। এখানে প্রত্যেক সময় অপহরণ এবং সন্ত্রাসের হামলা লেগেই রয়েছে। এই জায়গার দারিদ্রতা ক্রমাগত বেড়েই চলেছে।
৫) ইউক্রেন: এটি একটি খুব সুন্দর দেশ। একসময় পর্যটন কেন্দ্র হিসেবে এই দেশে জনপ্রিয়তা ছিল তুঙ্গে। কিন্তু ২০২২ সাল থেকে রাশিয়ার আক্রমণের পর এখানে অপরাধ মূলক কাজ বেড়ে গিয়েছে। তাই পর্যটকদের এখানে যাওয়ার আগে বিশেষ সতর্ক করা হয়েছে।
৬) সিরিয়া: বিগত কয়েক বছর ধরে বারে বারে যুদ্ধের কারণে এখানকার কোন এলাকাই আর নিরাপদ নাই। তাই এই সন্ত্রাসের জন্য এইখানকার পরিবেশ পর্যটকদের জন্য একেবারেই উপযুক্ত নয়।
৭) আফগানিস্থান: সন্ত্রাসবাদের আরেক গুরুত্বপূর্ণ আস্থানা হল এই আফগানিস্তান। এখানে ভ্রমণের আগে ও পর্যটকদের বিশেষ নির্দেশিকা এবং সতর্কবার্তা জারি করা হয়েছ।