WhatsApp

anita

WhatsApp: সাবধান, একটা ভুলেই হতে পারে জেল! আরও কড়া হল হোয়াটসঅ্যাপ পরিষেবা

নিউজ শর্ট ডেস্ক: হোয়াটসঅ্যাপ (Whatsapp) ব্যবহারকারীরা সাবধান! ভুল করেও এই কাজটি করবেন না। কারণ এই কাজকরলেই হতে পারে জেল। দেশ জুড়ে তরুণ প্রজন্মের কাছে তো বটেই এখন  প্রবীণ মানুষদের মধ্যেও বাড়ছে এই হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা। ভারতীয়রা তো বটেই  বিশ্বের কোটি কোটি মানুষ-ও এখন যুক্ত এই হোয়াটসঅ্যাপের সাথে। তাই আট থেকে আশি সকলের মধ্যেই এখন ব্যাপক জনপ্রিয় এই প্লাটফর্ম।

   

কিন্তু কেউ কি কখনও ভেবে দেখেছেন হোয়াটসঅ্যাপের কোন ভুল আপনাকে জেল পর্যন্ত নিয়ে যেতে পারে! আসুন তাহলে আজ আপনাদের জানা যাক   এমনই কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। হোয়াটসঅ্যাপে করা ঠিক কোন কোন ভুলের কারণে হতে পারে জেল?

ভুয়ো খবর ছড়ানো যাবে না:

হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর সময় খেয়াল রাখতে হবে যেন আপনি কোন ভুল তথ্য অর্থাৎ এমন কোন মেসেজ বা ভিডিও শেয়ার করবেন না যা সমাজে দাঙ্গা বাধাতে পারে।

Whatsapp

ধর্মীয় অনুভূতিতে আঘাত:

হোয়াটসঅ্যাপে কোন বার্তা পাঠানো বা ফরওয়ার্ড করার সময় খেয়াল রাখবেন এই বার্তাগুলির মাধ্যমে যেন কোন ধর্মকে আঘাত না করা হয়। এই জাতীয় বার্তাগুলির ওপর রিপোর্ট করা হলে সমস্যায় পড়তে হবে আপনাকেই।

আরও পড়ুন: 4G নাকি 5G কোন নেটওয়ার্কে ব্যাটারি খরচ বেশী? ৯৯% মানুষই করে বসেন এই বড় ভুল

উস্কানি মূলক কোন গ্রুপের অংশ হওয়া অনুচিত:

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ভুলেও কখনও এমন গ্রুপে অংশ হবেন না যা কোন নির্দিষ্ট ধর্ম বা বর্ণের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য কিংবা ভিডিও শেয়ার করে থাকে। যদি কেউ এই ধরনের গ্রুপে আপনাকে যুক্ত করতে চান তাহলে অবিলম্বে সেই গ্রুপ থেকে বেরিয়ে আসতে হবে।

হোয়াটসঅ্যাপ,Whatsapp,গুরুত্বপূর্ণ নিয়ম,Important Rules,জেল,Jail,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তদন্তের মুখে পড়তে হতে পারে:

আসলে যখনই কোথাও কোন দাঙ্গা হয় তখনই এই ধরনের গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে তদন্ত শুরু হয়। তাই এই ধরনের গ্রুপের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও অনেক সময় বড়সড়ো ক্ষতির মুখে পড়তে হতে পারে।

অশ্লীল কনটেন্ট শেয়ার করবেন না: 

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ভুল করেও অন্য কারও কাছে কোনো অশ্লীল তথ্য শেয়ার করবেন না,কারণ এক্ষেত্রে তিনি যদি কোন অভিযোগ করেন তাহলে তা আপনার পক্ষে খুবই মুশকিল হতে পারে।

আরও পড়ুন: Google-কে টেক্কা দিতে আসছে এই ‘দেশি অ্যাপ স্টোর’! কি কি বিশেষত্ব আছে জানেন?

হোয়াটসঅ্যাপ,Whatsapp,গুরুত্বপূর্ণ নিয়ম,Important Rules,জেল,Jail,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জাতি ধর্ম তুলে কোন শব্দ ব্যবহার করবেন না:

হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ব্যক্তিগত চ্যাটে কারো সঙ্গে জাতপাত তুলে গালাগালি দেবেন না।  এক্ষেত্রে কোন নির্দিষ্ট জাতকে সম্বোধন করা হলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া যেতে পারে।এমনকি কেউ অভিযোগ জানালে জেল পর্যন্ত হতে পারে।

 কোম্পানির জন্য নিয়ম:

ভারতে কর্মরত বড় বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং প্রযুক্তি সংস্থা গুলির জন্য বেশ কিছু নিয়ম এবং নির্দেশিকা রয়েছে। এই পরিস্থিতিতে এই সমস্ত প্লাটফর্মের বেশ কিছু দায়বদ্ধতা থেকে যায়।